বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ত্বকের যাবতীয় সমস্যায় ‘চন্দন গুঁড়ো’র ব্যবহার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ত্বকের যত্নে যুগ যুগ ধরে চন্দ গুঁড়ো ব্যবহৃত হয়ে আসছে। ক্রমবর্ধমান দূষণ আর রোজের চাপের মধ্যে ভুলভাল খাওয়া দাওয়া- যার ফলে ত্বকের নানান সমস্যা তো লেগেই রয়েছে। চামড়ায় র‌্যাশ, ব্রণ, গাঢ় দাগ, এবং ব্ল্যাকহেডের সমস্যা তো বেশ সাধারণ। এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে ৮  থেকে ৯  ঘন্টার ভাল ঘুম, প্রচুর জল পান করা এবং আপনার দৈনন্দিন জীবনে সুস্থ খাবার খাওয়া- এসবই হচ্ছে মূল পন্থা। চন্দনকাঠ এমনই এক আয়ুর্বেদিক প্রাকৃতিক উপাদান যা আপনার ত্বকের যত্ন নেয়। সাধারণত পাউডার হিসাবেই পাওয়া যায় এই সুগন্ধী উপাদানটি। তবে জেনে নিন চন্দনের নানা উপকার:

 

১. সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেকে বাঁচাতে চন্দন তেল খুবই উপকারি।

২. র‌্যাশ ও ব্রণের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে চন্দনের গুঁড়ো। এছাড়াও চন্দন কাঠের তেল পোকামাকড়ের কামড়ে ত্বকে সৃষ্ট প্রদাহ থেকে বাঁচতে ব্যবহার করা যেতে পারে।

 

৩. চন্দনের গুঁড়ো স্কিনে প্রোটিনের মাত্রা বাড়ায়। যার ফলে ত্বকে কোনো অ্যালার্জি বা র‌্যাশ হয় না। এটি আপনার ত্বকের ছিদ্রগুলোকে টানটান রাখে। এ কারণেই ফেসপ্যাক বা টোনার তৈরির প্রধান উপাদান হিসেবে চন্দন কাঠ ব্যবহার করা হয়।

৪. অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে চন্দনের গুঁড়ো। এতে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা ব্রণ ও এর দাগ ইত্যাদি কমায়। ধুলো এবং ময়লা থেকে আপনার ত্বকে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, মুখে দুধের সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে ব্যবহার করলে সত্যিই উপকার পাবেন।

চন্দনের বিভিন্ন ফেস প্যাক বানাবেন যেভাবে:

১. ব্রণ এবং ব্ল্যাকহেড দূর করতে-
এক টেবিল চামচ চন্দনের তেলে এক চিমটি হলুদ এবং কর্পূর মেশান। এই প্যাক পুরো মুখে লাগান। ব্রণ, কালো দাগ এবং ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে সারারাত রেখে দিন মুখে। এছাড়া, ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ নারকেল তেল এবং সামান্য লেবুর রস মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন, আধা ঘন্টা পর হালকা গরম জলে ধুয়ে নিন।

২. ত্বক কোমল করতে- 
নিয়মিত মুখে চন্দন কাঠের তেল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সারারাত রেখে দিয়ে সকালে হালকা গরম জলে ধুয়ে নিন।

 

৩. রোদে পোড়া ত্বকের জন্য-
১ টেবিল চামচ শশার রস, ১ টেবিল চামচ দই, ১ চা চামচ মধু, আর সামান্য লেবুর রসে এক টেবিল চামচ চন্দনগুঁড়ো মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন। প্রায় ১৫ মিনিট রেখে দিন। সূর্যের ট্যান কমাতে সাহায্য করে এটি।

৪.  কালো ছোপ দূর করতে-
১ টেবিল চামচ চন্দন গুঁড়োর সঙ্গে নারকেল তেল মিশিয়ে পুরো মুখে এটি ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। নিয়মিত ব্যবহারের সঙ্গে সঙ্গেই গাঢ় দাগগুলো কমে যাবে। ১ টেবিল চামচ চন্দন গুঁড়ো এবং নারকেল তেল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।

৫. তৈলাক্ত ত্বকের জন্য-
কয়েক ফোঁটা গোলাপ জলে চন্দন গুঁড়ো মিশিয়ে পুরো মুখে লাগিয়ে আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। চন্দন গুঁড়ো আপনার সৌন্দর্য এবং ত্বক পরিষ্কার করার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান।