মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

লিটন ঝড়ে আশা জাগানিয়া শুরু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে এবার টস জিতে নয়, হেরে। প্রথমে ব্যাটিং- এই মিল থাকলেও বাংলাদেশ ইনিংসের গতিপ্রকৃতি পুরো উল্টো। এবং সেটা যথারীতি আশা জাগানিয়া।

সিলেটের প্রথম ম্যাচে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে দিয়ে শুরু হয়েছিল উইকেট পতনের মিছিল। সেখান থেকে ৬ ওভারেই বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট। করেছিল ৫৪ রান। সেখানে মিরপুরে প্রথম ৬ ওভারে করেছে ৬১ রান। উইকেট হারিয়েছে মাত্র একটি।

১৬ বলে ১৫ রান করে তামিম ইকবাল ফিরে যাওয়ার পরও বাংলাদেশ দলের স্কোর মোটাতাজা হয়ে উঠার অবদান লিটন দাসের। বলা যায় ক্যারিবীয় বোলারদের উপর দিয়ে ছোটখাট ঝড় তুলেছেন লিটন। এই প্রতিবেদন লেখার সময় সমান ৪টি করে ছক্কা-চারে মাত্র ১৯ বলেই তিনি করেছেন ৪১ রান। তার সঙ্গী সৌম্য সরকার ব্যাট করছেন ২ রান নিয়ে।

সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে। সেই লক্ষ্যে শুরুটা ভালোই বলতে হবে। এখন দরকার শুরুর এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নিরাপদ পুঁজি গড়া। স্কোরকার্ডের দিকে তাকিয়ে সেই স্বপ্ন দেখাই যায়।

শীতের রাতে সন্ধ্যার পরই মাঠে কুয়াশা পড়ে। স্বাভাবিকভাবেই শিশিরের কথা মাথায় রেখে টস জিতেও প্রথমে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট। দুই দলই ম্যাচটা খেলতে নেমেছে দল পরিবর্তিত রেখে। মানে দুই দলই মাঠে নেমেছে সিলেটের প্রথম ম্যাচের একাদশ নিয়ে।

বাংলাদেশ দলে একটু হলেও সংশয় ছিল অধিনায়ক সাকিবকে নিয়ে। হালকা জ্বরের কারণে গতকালও অনুশীলন করেননি তিনি। তবে সেই শঙ্কা মুছে দিয়ে ঠিকই তিনি খেলছেন মিরপুরের দ্বিতীয় ম্যাচে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরণ হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, রভমন পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কটরেল ও উশানে থমাস।