ডেম্বেলের ঘুম ভাঙানো শাস্তি-পর্ব শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
উপযুক্ত উপায় বের করতে পারলে দুষ্ট গরুকেও বাগে আনা যায়। বার্সেলোনা অন্তত প্রমাণ করল সেটাই। অবাধ্য উসমানে ডেম্বেলে এখনো পুরোপুরি বাগে এসেছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাকে বাগে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বার্সেলোনা। সময় মতো অনুশীলনে ডেকে নেওয়ার জন্য শুরু করে দিয়েছে ডেম্বেলের সকালের ঘুম কেড়ে নেওয়ার শাস্তিপর্ব। বাধ্য বালকের মতো ডেম্বেলেও ক্লাবের শাস্তির বিধান মেনে নিয়ে ঘুমাতে শুরু করেছেন ঘড়ি ধরে!
বার্সেলোনার এই তরুণ ফরাসি ফরোয়ার্ডের প্রতিভা-দক্ষতা নিয়ে সংশয় নেই কারো। ২১ বছর বয়সী ডেম্বেলের রোগ একটাই, অনুশীলনে দেরি করে যাওয়াটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। মৌখিক সতর্ক, তিরস্কার, ভৎর্সনা, ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা, মোটা অঙ্কের আর্থিক জরিমানা-কোনো শাস্তি দিয়েই ডেম্বেলেকে বাগে আনতে পারছিলেন না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।
কোচের এসব শাস্তিকে থোরাই কেয়ার করে ডেম্বেলে নিজের ইচ্ছামতোই চলতেন। সকালে শান্তির ঘুম ঘুমানোর কারণে প্রতিনিয়তই অনুশীলনে যেতেন দেরি করে। ডেম্বেলের এই অবাধ্যতার কারণ ভিডিও গেমস। রাতভর বন্ধুদের সঙ্গে ভিডিও গেমে মজে থাকতেন। ঘুমাতে যেতে যেতে ভোর হয়ে যেত। সময়মতো অনুশীলনে যাবেন কি করে! কোচের শাস্তির তোয়াক্কা না করে তিনি তাই সকালে বিছানায় পড়ে ঘুমাতেন আরামের ঘুম। ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটাও বন্ধ রাখতেন ডেম্বেলে। ফলে ক্লাব বার্সেলোনা সকালে তার সঙ্গে যোগাযোগও করতে পারত না।
এমন অবাধ্য গরুকে চাইলে বার্সেলোনা কোচ দল থেকে ছুড়ে ফেলতে পারতেন। বিক্রি করে দিতে পারতেন। কিন্তু বার্সেলোনা কোচকে সেই পথে হাঁটতে দেয়নি ডেম্বেলের উড়ন্ত ফর্ম। গত মৌসুমে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে কাটানো ডেম্বেলে এ মৌসুমে যেন উড়ছেন। এরই মধ্যে করে ফেলেছেন ৯টি গোল ও ৫টি অ্যাসিস্ট। একজন উইঙ্গার হয়েও এমন আগুনজ্বলা পারফরম্যান্স যার, বার্সা কোচ তাকে ছুড়ে ফেলেন কি করে! বাধ্য হয়ে ভালভার্দে তাই খুঁজে বের করেছেন বিকল্প পথ।
নতুন বিধান জারি করেছে, ডেম্বেলে এখন থেকে আর মোবাইল বন্ধ করে ঘুমাতে পারবে না। তাকে সকালে ঘুম থেকে ডেকে তুলে সময় মতো অনুশীলনে নেওয়া হবে। ঘুম থেকে সাত-সকালে যাতে উঠতে পারেন, সেজন্য রাতে আগেভাগে ঘুমাতে যাওয়ার কড়া নির্দেশও জারি করা হয়েছে। ডেম্বেলেকে বাধ্য হয়েই এখন ক্লাব এবং কোচের নতুন এই বিধান মেনে নিতে হচ্ছে।
বন্ধুদের সঙ্গে মজার ভিডিও গেমস খেলা বাদ দিয়ে তাকে ঘুমাতে যেতে হচ্ছে সকাল-সকাল। কানের কাছে রীতিমতো অ্যালার্ম ঘড়ি নিয়ে! এখন আর ভোর রাতে নয়, রাত ১১টা বাজতেই ঘুমাতে যাচ্ছেন ডেম্বেলে। সত্যি সত্যিই যে ডেম্বেলে এখন রাত ১১টায় ঘুমাতে যান, টুইটারে প্রকাশিত একটা ছবিই প্রমাণ করে দিচ্ছে সেটা।
ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে ডেম্বেলের এই অভিনব শাস্তির কথা তার বন্ধুরা সবাই জেনে গেছেন। ডেম্বেলে নিজেই রাত ১১টায় ঘুমাতে যাওয়ার একটা ছবি তার স্বদেশি বন্ধু বেঞ্জামিন মেন্ডিকে পোস্ট করেন। ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার সেই ছবিটা সঙ্গে সঙ্গেই পোস্ট করেছেন টুইটারে। যাতে দেখা যাচ্ছে, বাধ্য ছেলের মতো ডেম্বেলে বিছানায় ঘুমিয়ে আছেন। কানের কাছে রাখা অ্যালার্ম ঘড়িতে রাতে ১১টা।
ছবির নিচে ছোট্ট ক্যাপশনে বেঞ্জামিন লিখেছেন, ‘দুনিয়ার সবচেয় সুন্দর ছবি।’ ডেম্বেলেও পরম আন্তরিকতায় বন্ধু বেঞ্জামিনকে জবাব দিয়েছেন, ‘তুমি কি খুশি, ধন্যবাদ বেন।’ টুইটারে ডেম্বেলের অন্য এক অনুসারি মজা করে লিখেছেন, ‘অনুশীলনে যাচ্ছ কি?’ এর জবাবে ডেম্বেলে লিখেছে, ‘আগামীকাল।’ বরুসিয়া ডর্টমুন্ডে খেলা ডেম্বেলের আরেক সাবেক সতীর্থ মার্ক বাত্রাও অনুপ্রেরণাদায়ী মন্তব্যই করেছেন।
গতকাল বুধবার বার্সেলোনার কোনো আনুষ্ঠানিক অনুশীলন সেশন ছিল না। ছিল ছুটির দিন। ডেম্বেলে সেজন্যই আগামীকাল মানে আজ বৃহস্পতিবারের কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, ডেম্বেলে আজ কি সময় মতো অনুশীলনে যেতে পেরেছেন?
