দলকে বড় সংগ্রহের পথে তুলে থামলেন লিটন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে। এই লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই হাঁটছে। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪ ওভারেই তুলে ফেলেছে ১৩৩ রান।
দলকে এই মজবুত অবস্থানে বসিয়ে দেওয়ার মূল নায়ক লিটন দাস। তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাত্র ৪.১ ওভারেই তুলে নেন ৪২ রান। ১৬ বলে ১৫ রান করে তামিম ফিরে যাওয়ার পর লিটনের ব্যাট যেন আরও বেশি ঝলছে উঠে।
যার ফল, মাত্র ২৬ বলেই পূর্ণ করেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত লিটন ঝড় থেমেছে ৩৪ বলে ৬০ রান করে। আউট হলেও লিটন দলকে বড় সংগ্রহের পথটা দেখিয়ে দিয়ে গেছেন। এখন বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলে নিরাপদ পুঁজি পাওয়ার প্রত্যাশা করাই যায়।
দলকে এই অবস্থায় নিয়ে আসতে লিটন সৌম্য সরকারকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৫৮ রানের জুটি। ২২ বলে ৩২ রান করেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর লিটনও ফিরে যান দ্রুত। একটু পর মুশফিকুর রহীমও আউট। এই প্রতিবেদন লেখার সময় অধিনায়ক সাকিব আল হাসান ৭ ও মাহমুদউল্লাহ ব্যাট করছেন ১৩ রান নিয়ে। আরও ৬টি ওভার বাকি আছে। প্রত্যাশিত ব্যাটিং করতে পারলে বাংলাদেশ দুইশ ছুইছুই স্কোর পেতেই পারে।
শীতের রাতে সন্ধ্যার পরই মাঠে কুয়াশা পড়ে। স্বাভাবিকভাবেই শিশিরের কথা মাথায় রেখে টস জিতেও প্রথমে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট। দুই দলই ম্যাচটা খেলতে নেমেছে দল পরিবর্তিত রেখে। মানে দুই দলই মাঠে নেমেছে সিলেটের প্রথম ম্যাচের একাদশ নিয়ে।
বাংলাদেশ দলে একটু হলেও সংশয় ছিল অধিনায়ক সাকিবকে নিয়ে। হালকা জ্বরের কারণে গতকালও অনুশীলন করেননি তিনি। তবে সেই শঙ্কা মুছে দিয়ে ঠিকই তিনি খেলছেন মিরপুরের দ্বিতীয় ম্যাচে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরণ হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, রভমন পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কটরেল ও উশানে থমাস।
