বাড়ি-গাড়ি বিক্রি করে দিচ্ছেন রোনালদো
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
না, ভুল পড়েননি। সত্যি সত্যিই বাড়ি-গাড়ি বিক্রি করতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এটা ভাববেন না যে হঠাৎই মোটা দাগের টাকার প্রয়োজন দেখা দিয়েছে, তাই গাড়ি-গাড়ি বিক্রি করে দিয়ে রাস্তায় বসতে যাচ্ছেন! আসলে রোনালদোর গাড়ি-বাড়ির কোনো অভাব নেই। দেশ পর্তুগালে পৈতৃক বাড়ি তো আছেই, ইংল্যান্ডের চেশায়ারে একটা বিলাবহুল বাড়ি আছে, স্পেনের মাদ্রিদেও একটা সুরম্য অট্টালিকা আছে। ইতালির তুরিনোতেও সম্প্রতি কিনেছেন রাজপ্রাসাদতূল্য এক বাড়ি। যে বাড়িতে বতর্মানে বসবাস করছেন।
আর তার গাড়ি কত, তার তো হিসেবই নেই। গাড়ি কেনা জুভেন্টাসের পর্তুগিজ তারকার সখ। নতুন মডেলের গাড়ি বাজারে এলেই কেনা চাই তার। এই সখ পূরণ করতে গিয়ে বাড়ির গাড়ির গ্যারেজটাকে আস্ত একটা শো রুম বানিয়ে ফেলেছেন। সেই শো রুমে ঝা চকচকে বিলাবহুল সব গাড়ির ভিড়ে একটা পুরোনো গাড়িও আছে। সেই পুরোনো গাড়িটাই বিক্রি করে দেওয়অর ঘোষণা দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। সঙ্গে ইংল্যান্ডের চেশায়ারে যে বাড়টিটি আছে, সেটিও বিক্রি করে দেওয়ার পাকা সিদ্ধান্ত নিয়েছেন।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সময়ই নিজের অর্জন করা টাকায় প্রথম একটা গাড়ি কিনে রোনালদো। অডি কোম্পানির এস-থ্রি ক্যু মডেলের যে গাড়িটা তিনি কিনেছিলেন ২০০০ সালে। এরপর নতুন মডেলের অনেক গাড়িই কিনেছেন। কিন্তু প্রথম-এর স্মৃতি হিসেবে পুরোনো সেই গাড়িটা এখনো সযত্নে রেখেছেন। কিন্তু এবার কি মনে করে যেন পুরোনো সেই স্মৃতি মুছে ফেলতে চাইছেন।
একই রকমভাবে মুছে ফেলতে চাইছেন ম্যানচেস্টারের সব স্মৃতি। স্পোর্টিং লিসবন ছেড়ে ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদো চেশায়ারে বিলাসবহুল বাড়িটা কিনেছিলেন ২০০৬ সালে। ইউনাইটেডে খেলার সময়ে এই বাড়িতেই থাকতেন। যে বাড়িটি তিনি বর্তমানে মাসিক সাত হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত লাখ টাকায় লুক শকে ভাড়া দিয়েছেন।
কি রোনালদোর মতো সুপারস্টারের স্মৃতিঘেরা বাড়ি-বাড়ি কিনতে ইচ্ছে করছে। ইচ্ছে করলে এখনো কেনার জন্য ঝাপিয়ে পড়তে পারেন। কারণ, রোনালদো বাড়ি-গাড়ি দুটোই বিক্রি করে দিতে যাচ্ছেন সস্তা দামে!
আসলে কি ঠিক সস্তায়ও নয়। ২০০০ সালে এস-থ্রি ক্যু মডেলেল গাড়িটা তিনি ঠিক কত দামে কিনেছিলেন জানা যায়নি। তবে সেটি এখন তিনি বিক্রি করতে চাইছেন মাত্র ২০ হাজার ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১৯ লাখ টাকার মতো। এই মডেলের নতুন গাড়ির মূল্য বর্তমানে ৬ হাজার থেকে ১০ হাজার ইউরোর মধ্যে। তাহলে? তাহলে আর কি! রোনালদোর মতো সুপারস্টারের ব্যবহার করা গাড়ি বলে কথা। দাম তো একটু বিশ হবেই।
বাড়িটা অবশ্য উচিতের চেয়ে কম দামেই বিক্রি করতে চাইছেন। ৫ বেড রুম, সুইমিংপুল, সিনেমা হল, জিম, লনসহ বিশালাকৃতির বাড়িটি পর্তুগিজ তারকা কিনেছিলেন ৩.৮৫ মিলিয়ন পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার কিছু বেশি। সময়ের স্রোতে বাড়িটির দাম বাড়ারই কথা। কিন্তু রোনালদো বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন সোয়া তিন মিলিয়ন ইউরোতে। মানে বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকা হলেই বাড়িটা কিনতে পারবেন।
কি কিনবেন নাকি?
