দুই বিভাগেই সেরা এক ছবি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
‘ব্ল্যাক প্যানথার’ অ্যাকশনধর্মী সায়েন্স ফিকশন সিনেমা। যেটি এরই মধ্যে বিশ্বজুরে আলোচিত। উপনিবেশিক আচরণ ও বর্ণবাদ ছাপিয়ে আফ্রিকান সুপারহিরো অধিকার আদায়ের সাহস হয়ে উঠে। এমনি বার্তা দিয়েছে ছবিটিতে।
এবারের অস্কারের মৌলিক সুর এবং পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি।
এছাড়া, মৌলিক সুর বিভাগে আরো মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ (নিকোলাস ব্রাইটেল), ‘আইয়েল অব ডগস’ (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ) এবং ‘ম্যারি পপিনস রিটার্নস’ (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)।
‘অস্কার’ এর এবারের আসরটি ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে ২২৫টিরও বেশি দেশ। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হলো অস্কারযজ্ঞ।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
