বায়োপিকেই সেরা অভিনেতা রামি মালেক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অস্কারের এবারের আসরে সেরা অভিনেতা হয়েছেন রামি মালেক। ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ছবিতে কুইন ব্যান্ডের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির চরিত্র নিজের নৈপুণ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি।
বায়ান সিঙ্গার পরিচালিত ‘বোহেমিয়ান র্যাপসোডি’ মূলত ছিলো সংগীতশিল্পী ফ্রেডি মার্কারির বায়োপিক। ১৯৯১ সালে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। আর চরিত্রই রুপালি পর্দায় রুপদান করেন রামি মালেক।
এদিকে, রামি মালেকের হাতে অস্কার ট্রফি তুলে দেন গতবারের সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি।
নিজের অভিনয় দিয়ে আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাই এবারের আসরে এ অভিনেতার জয় অনেকটা অবধারিতই ছিলো। এবারই প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন তিনি। ইতোমধ্যে বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন এ অভিনেতা।
এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ান বেল (ভাইস), ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), ভিগো মর্টেনসেন (গ্রিন বুক)।
‘অস্কার’ এর এবারের আসরটি ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে ২২৫টিরও বেশি দেশ। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হলো অস্কারযজ্ঞ।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
