বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অস্কারের ‘পিঙ্ক পরী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

৯১তম অস্কারের সেরা চলচ্চিত্রের নাম ঘোষনা করেছেন হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস। মঞ্চে তিনি হাজির হয়েছেন পিঙ্ক রঙের জামা ও মুখে একরাশ হাসি নিয়ে। তার এমন উপস্থিতিই বলে দেয় সাফল্যের ঝুড়িটা প্রায় ভরপুর!

 

ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী। শুধু অভিনয় দিয়েই নয়, নিজের সৌন্দর্য নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এখন পর্যন্ত পাঁচবার বিখ্যাত ম্যাগাজিন ‘পিপল’ থেকে ‌‘পৃথিবীর সেরা সুন্দরী’ হয়ে রেকর্ড গড়েছেন জুলিয়া রবার্টস। সর্বশেষ নির্বাচিত হওয়ার সময় তার বয়স ছিল ৪৯ বছর।

নিজের সৌন্দর্য নিয়ে জুলিয়া বলেন, সত্যি বিষয়টি আনন্দের। কারণ বয়স বাড়লেও এতবার সুন্দরীর খেতাব পেয়েছি এটিই সবচেয়ে বড় সফলতা বলতে পারি। কৃতজ্ঞ আমার ভক্তদের প্রতি। কারণ তাদের কাছে আমার জনপ্রিয়তাই প্রতিটি সফলতা এনে দিয়েছে।

 

সেলিব্রেটিদের জীবনে সুখ যেন দুষ্প্রাপ্য! কিন্তু সেদিক দিয়েও এগিয়ে এই অভিনেত্রী।  জীবনে এই সুখ ও সাফল্যের কৃতিত্বে জুলিয়া রবার্টস বড় ক্রেডিট দিয়েছেন স্বামী ড্যানি মোডারকে। ড্যানি-জুলিয়া দম্পতির তিন সন্তান।

জুলিয়া বলেন, আমি আসলেই খুব সুখী একজন মানুষ। জীবনের সাথে ধীরে ধীরে এগিয়ে চললে আপনি একটা সময় বুঝতে পারবেন এটা কত মূল্যবান। যখন আপনার জীবন উপভোগ করার মতো ক্ষমতা সহজাত, প্রাকৃতিকভাবে থাকবে-সে বিষয়টাও দারুণ হবে।

স্বামীর কথা যোগ করতে ভোলেননি, ‘ড্যানি আমার এতটা কাছাকাছি না থাকলে আমি যে সাফল্যগুলো পেয়েছি, তা আদৌ পেতাম কি না এ নিয়ে ঘোর সন্দেহ আছে। পুরো পৃথিবীতে আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়টি যখন আপনার সাথে একই ঘরে বসবাস করে, ব্যাপারটা আসলেই সৌভাগ্যের।’

জুলিয়া রবার্টস একজন বিখ্যাত মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তার জন্ম। এখন পর্যন্ত ৫৫টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘প্রিটি ওম্যান’, ‘নটিং হিল’, ‘এরিন ব্রকোভিচ’, ‘স্টেপমম’, ‘মোনালিসা স্মাইল’-এর মতো অজস্র জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।