বিদেশিতে সেরা ‘রোমা’, জিতলো পুরস্কার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অস্কারের এবারের আসরে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে নেটফ্লিক্স প্রযোজিত ছবি ‘রোমা’। মেক্সিকোর প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কার জিতলো এটি।
স্প্যানিশ ভাষায় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন আলফনসো কুয়ারন। আর এ ছবির চিত্রগ্রহণ বিভাগেও অস্কার জিতেছেন তিনি।
ছবিটির কাহিনী সত্তর দশকে মেক্সিকো সিটিতে মধ্যবিত্ত পরিবারের একজন গৃহকর্মীর জীবন নিয়ে নির্মিত হয়েছে। ছবির পরিচালক নিজের শৈশবে অনুপ্রাণিত হয়েই এ ছবিটি নির্মান করেছেন।
এছাড়া, বিদেশি ভাষার ছবি বিভাগে আরো মনোনয়ন পেয়েছে ‘কেপারনম’ (লেবানন), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মানি), ‘শপলিফটারস’ (জাপান)।
‘অস্কার’ এর এবারের আসরটি ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে ২২৫টিরও বেশি দেশ। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হলো অস্কারযজ্ঞ।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
