অস্কার জিতল মেয়েদের ‘পিরিয়ড’ নিয়ে নির্মিত তথ্যচিত্র
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
মেয়েদের ‘পিরিয়ড’ বা ‘মেন্সস্ট্রুয়েশন’ নিয়ে ভারতীয় সমাজে এখনো নানা ছুঁতমার্গ রয়েছে। কিন্তু মেন্সস্ট্রুয়েশন নিয়ে গ্রামীণ ভারতে তৈরি হওয়া একটি তথ্যচিত্র জিতে নিল অস্কার।
৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার পেল ‘পিরিয়ড এন্ড অফ সেনটেন্স’ ছবিটি।
এ ছবির পরিচালক রায়কা জেতাবচি। ছবিটি প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা। পুরস্কারের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গুণীত। তিনি লিখেছেন, আমরা জিতেছি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে জিতেছে। তারা জানুক তারা ঈশ্বর। মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি…।
লস অ্যাঞ্জেলসের ওকাউড স্কুলের পড়ুয়াদের প্যাড প্রজেক্টের কারণে তৈরি হয়েছিল ছবিটি। অস্কারের খবর পেয়ে পরিচালক সাংবাদিকদের বলেন, আমি এখনো কাঁদছি। ভাবতেই পারছি না মেন্সস্ট্রুয়েশন নিয়ে তৈরি কোনো ছবি অস্কার পেতে পারে।
কয়েক মাস আগেই বড়পর্দায় প্রায় এই একই বিষয়ের ওপর তৈরি অক্ষয় কুমারের ছবি ‘প্যাডম্যান’ জনপ্রিয় হয়েছিল। ফের মেন্সস্ট্রুয়েশন নিয়ে তৈরি তথ্যচিত্রে মিলল স্বীকৃতি।
‘অস্কার’ এর এবারের আসরটি ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার করেছে ২২৫টিরও বেশি দেশ। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বার কোন উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হলো অস্কারযজ্ঞ।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
