পুরস্কার জিতে ইতিহাস বদলাতে দেয়নি ‘গ্রিন বুক’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
পিটার ফ্যারেলি পরিচালিত ‘গ্রিন বুক’ ৯১তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। হলিউডের জুলিয়া রবার্টস অস্কার মঞ্চে ছবিটির নাম ঘোষণা করেন।
অস্কার নাইটের জমকালো অনুষ্ঠান চলছে হলিউডের ডলবি থিয়েটারে। ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজন সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে।
কিন্তু সেরা চলচ্চিত্রের পুরস্কারে ইতিহাস বদলে যেতে পারতো! নেটফ্লিক্সের প্রথম ছবি হিসেবে অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায় স্প্যানিশ ভাষায় নির্মিত আলফনসো কুয়ারনের ‘রোমা’। এটি জিতে গেলে তৈরি হতো নতুন ইতিহাস। কারণ, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি সেরা চলচ্চিত্র হয়নি।
৯১তম অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত অন্য ছবিগুলো হলো ‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র্যাপসোডি’, ‘দ্য ফেভারিট’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ভাইস’।
প্রতি বছরের মতো এবারো সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
