গুগল, অ্যাপল, ফেসবুকের ওপর ট্যাক্স বসাচ্ছে ফ্রান্স
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্রান্স পৃথক কর আরোপ করবে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপ জুড়েই এই সংক্রান্ত একটি কর আরোপ চূড়ান্ত করতে কঠিন বাধার সম্মুখীন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। এর মধ্যেই ফ্রান্স আলাদা করে তাদের দেশে এসব প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স বসানোর ঘোষণা দিল।
ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লো মেয়ার সোমবার গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের ওপর কর আরোপের ঘোষণা দেন।
সংক্ষেপে এটিকে ‘গাফা ট্যাক্স’ বলা হচ্ছে। গুগল, অ্যাপল, ফেসবুক অ্যামাজনের নামের আদ্যাক্ষর নিয়ে এই নামকরণ করা হয়েছে।
ইউরোপে এসব প্রতিষ্ঠান যে বিপুল অঙ্কের ব্যবসা করছে সেই অনুযায়ী ন্যায্য ট্যাক্স আদায় করতে এই কর বসানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে ফ্রান্স।
ফরাসি অর্থমন্ত্রী জানান, নতুন এই করের ফলে শুধু ২০১৯ সালেই ৫০ কোটি ইউরো কর আদায় করবে তার দেশ।