শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

প্রথম দিনে ব্যাটসম্যানরা ভালোই খেলেছিলেন। টেস্টের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রায় প্রত্যেক ব্যাটসম্যানই রান করেছিলেন। তবে বোলাররা সেই সুযোগ পাননি। বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় খেলা বন্ধ ছিল, তাই ম্যাচটি ড্র হয়ে যায়।

 

আজ রোববার লিঙ্কনের ওভালে দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ১২ ওভার। নিউজিল্যান্ড একাদশ করেছে ৫৭ রান, তারা উইকেট হারিয়েছে দুটি। এর আগে বাংলাদেশ প্রথম দিনে ৪১১ রান করেছিল।

এর আগে প্রথম দিনে বাংলাদেশ দলের চারজন ব্যাটসম্যান অর্ধশতক করেছিলেন। এ ছাড়া ভালো খেলেছেন ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারও।

ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও প্রস্তুতি ম্যাচে ৪৫ রান করে সাজঘরে ফিরেছেন তামিম। আরেক ওপেনার সাদমান ইসলাম ফেরেন ১১৩ বলে ৬৭ রানের চমৎকার একটি ইনিংস করে। তবে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, ২০ রান করে আউট হন তিনি।

এরপর লিটন দাস ৯১ বলে ৬২, সৌম্য ৭৫ বলে ৪১, মাহমুদউল্লাহ ৬০ বলে ৫৯,  মেহেদী হাসান মিরাজ ৬৭ বলে ৫১ রান এবং লোয়ার অর্ডারে আবু জায়েদ রাহি ২৩ রান করেন।

অবশ্য চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, হ্যামিল্টনে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২, সৌম্য ৪১, মাহমুদউল্লাহ ৫৯, মিরাজ ৫১, আবু জায়েদ ২৩)।

নিউজিল্যান্ড একাদশ প্রথম ইনিংস : ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩, পপলি ১২*; মুস্তাফিজ ৯/১, ইবাদত ৪/১)।