বড়দিন স্পেশাল ‘ডাক স্টু’
লাইফস্টাইল ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বড়দিনের নানা রকমের রান্নার মাঝে রাখতে পারেন ‘ডাক স্টু’ এই রান্না যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। যদি বেশি মাংস খাওয়া নিয়ে আপনার অনিহা থাকে তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হবে ভিন্ন স্বাদের ‘ডাক স্টু’। আসুন তাহলে বড়দিনের রান্নায় দেখে নেই স্পেশাল ‘ডাক স্টুর’ রেসিপি।
উপকরণ:
হাঁসের মাংস ৬০০ গ্রাম,
গাজর ১ কাপ (কিউব করে কাটা)
আলু ১ কাপ (কিউব),
বড় পেঁয়াজ ১টি,
রসুন ২ কোয়া,
সেলারি ১টি গাছ (মোটা টুকরো করা),
মাখন ১ টেবিল চামচ,
ময়দা ৩ টেবিল চামচ,
চিকেন কিউব ১টি,
গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ
লবণ স্বাদমতো।
প্রণালি: প্যানে মাখন গরম করে ময়দা মাখানো হাঁসের মাংস লাল করে ভেজে তুলে রাখুন। মোটা করে কাটা পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা করে ভেজে চিকেন কিউব আর গরম পানি দিয়ে দিতে হবে। স্টক ফুটে উঠলে ভেজে রাখা মাংস দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রয়োজনে গরম পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে সেলারি পাতা, গাজর, আলু ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ঢেকে কম আঁচে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ওপরে একটু কুচানো সেলারি পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।