বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সুস্থ অহনা, চলতি সপ্তাহেই ফিরছেন শুটিংয়ে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সুস্থ আছেন। এরইমধ্যে একদিন অংশ নিয়েছেন শুটিংয়েও। তবে এখনো নিয়মিত নয়। চলতি সপ্তাহেই আবারো অভিনয়ে নিয়মিত হচ্ছেন এ অভিনেত্রী। রোববার দুপুরে এমনটিই জানিয়েছেন অহনা। 

 

এর আগে গেলো মাসে ৯ তারিখ রাতে একটি অনুষ্ঠান শেষে উত্তরার বাসায় ফেরার পথে ৭ নম্বর সেক্টরের লেকড্রাইভ রোডের কাছে পৌচ্ছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তার গাড়িকে চাপা দেয়। গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন অহনা। এ সময় গাড়ি থেকে নেমে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে গাড়ি টান দেয় চালক। অহনা তখন ট্রাকের জানালা ধরে তখন ঝুলতে থাকেন। ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দেয়। অহনা ছিটকে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এ অভিনেত্রীকে। 

এরপর গেল দেড় মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অহনা বলেন, দেশে চিকিৎসা নেয়ার পর গেল মাসের ১৮ তারিখ চিকিৎসার জন্য মালয়েশিয়া যাই। সেখানে ১২ দিন চিকিৎসা নেয়ার পর দেশে ফিরেছি। এখন আগের চেয়ে সুস্থ আছি। 

 

ডাঃ দেখাতে এসে অহনা জানান, আগে থেকেই ডাঃ এর এ্যাপায়েটমেন্ট নেয়া ছিল। তাই শরীরের কন্ডিশন জানতে ডাক্তারের কাছে এসেছি। এরইমধ্যে একদিন ‘নোয়াশাল’ নাটকের শুটিং করেছি। আসছে ২৭শে ফেব্রুয়ারি থেকে নিয়মিত শুটিং করার ইচ্ছা আছে।

চলতি সপ্তাহে অভিনয়ে ফিরে কি কি কাজ করবেন জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, অনেকদিন অসুস্থ থাকার কারণে পুরানো অনেক কাজ জমে গেছে সেগুলোর কাজ শুরু করবো। শুরুতেই  ‘নোয়াশাল’ নাটকের শুটিং শুরু করবো। আর এরইমধ্যে দুটি সিঙ্গেল নাটকের কাজের কথা রয়েছে। সেগুলোর কাজ শুরু করবো। 

চলতি বছরের শুরুতে অহনা দুর্ঘটনায় শিকার হওয়ার ভ্যালেন্টানডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কোন নাটকে দেখা যায়নি এ অভিনেত্রীকে। কিন্তু বিভিন্ন চ্যানেলে  তার অভিনীত ‘রসের হাড়ি’, ‘নোয়াশাল’, ‘ভালোবাসা কারে কয়’, ‘ছায়াবিবি’, ‘সালিস মানি তাল গাছ আমার’ ও ‘কমেডি-৪২০’সহ বেশ ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।