বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মসিউর রহমান রাঙ্গার সঙ্গে পরিচয় নেই: সানাই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা শনিবার বাগদান সেরেছেন। গতকাল এ তথ্যটি জানান সানাই নিজেই। তার বর সাবেক মন্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বাগদানের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

 

এ খবরটি ছড়িয়ে মিডিয়ায় ব্যাপক জল ঘোলা হতে থাকে। কে এই সাবেক মন্ত্রী? কার সঙ্গে বাগদান সাড়লেন সানাই। যদিও সানাই জানিয়ে দিয়েছেন তাদের দুজনের বয়সের ব্যবধান ২২ বছর এবং সানাইয়ের বর ডিভোর্সি। এরপর থেকে আরো বেশি করে তোলপাড় শুরু হয়। গোয়েন্দার ভূমিকায় রূপ নিতে শুরু করেন একেক জন। হিসেব মেলাতে থাকে কে সেই মন্ত্রী যার সঙ্গে সানাইয়ের ২২ বছর বয়সের পার্থক্য। আবার ডিভোর্সি! আবার অনেকে খুঁজতে শুরু করেছেন সাবেক মন্ত্রীদের মধ্যে ডিভোর্সি এবার মন্ত্রীত্ব পাননি, কে তিনি?

রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সানাইয়ের সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র নেতা মসিউর রহমান রাঙ্গার একটি ছবি ভাইরাল হয়। বয়সের ব্যবধান ২২ বছরের বেশি হলেও অনেকেই রাঙ্গাকেই সানাইয়ের হবু বর বলে দাবি করেছেন। এই বিসয়টি নিয়ে বিব্রত সানাই। 

 

সানাই বলেন, ভাইরাল হওয়া ছবিটি আমার নজরেও এসেছে। আমার বর সম্পর্কে সাংবাদিক ভাইদের কিছু তথ্য দিয়েছি। কিন্তু এরপর দেশের মানুষ সাবেক মন্ত্রী হিসেবে যাকে পাচ্ছে তাকেই আমার স্বামী হিসেবে দাবি করছে। এটা খুবই বিরক্তির বিষয় এবং অন্যায়। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা গত বছরের। ধানমন্ডিতে একটি রেস্টুরেন্ট উদ্বোধন প্রোগ্রামের। মসিউর রহমান রাঙ্গা সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সানাই আরো জানান, এ অনুষ্ঠানেই তার সঙ্গে আমার প্রথম দেখা। এরপর আরো কোনদিন দেখা বা সাক্ষাৎ হয়নি। আর পারসোনালি তার সঙ্গে আমার পরিচয় নেই। তিনি মুরুব্বী মানুষ। তার সঙ্গে আমার ছবিটি নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। একজন সম্মানিত মানুষকে বিব্রত করা হচ্ছে। আমি ও আমার পরিবারও এতে বিব্রত। সবাইকে অনুরোধ করবো একজন সম্মানিত মানুষকে জড়িয়ে আজেবাজে কিছু না বলতে। 

সানাইয়ের মিডিয়ায় পথ চলা শুরু হয়  ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ‘ভালাবাসা ২৪×৭’ ছবির মাধ্যমে। এরপর ‘ময়নার ইতিকথা’ ছবিতেও অভিনয় করেছন। এছাড়াও বেশ কিছু  মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।