কেমন চলছে ‘হৃদয়ের রংধনু’?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
দীর্ঘ প্রতিক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হৃদয়ের রংধনু’। নির্মাণের পর প্রেক্ষাগৃহে মুক্তির সদন পেতে দুই বছরের বেশি সময় সেন্সর বোর্ডে আটকে ছিল চলচ্চিত্রটি। এরপর গতবছরের ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ‘হৃদয়ের রংধনু’। অবশেষে শুক্রবার থেকে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে দর্শক দেখতে পাচ্ছেন ‘হৃদয়ের রংধনু’।
কেমন দর্শক সারা পাচ্ছে ‘হৃদয়ের রংধনু’? স্টার সিনেপ্লেক্সের ব্যাবস্থাপক মেজবাহ উদ্দীন জানান, ‘ শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। পরচিালক ও চলচ্চিত্রের টিমের মধ্যে বেশ আগ্রহ দেখেছি ‘হৃদয়ের রংধনু’ নিয়ে। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক আশানুরুপ সারা দিচ্ছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছেনা।’
দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানগুলোকে তুলে ধরে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজিবুল হোসেন। চলচ্চিত্রটি নিয়ে তিনি বলেন, ‘হৃদয়ের রংধনু’ মুক্তির পর থেকে দারুন সারা পাচ্ছি। অনেকেই ফোন করে চলচ্চিত্রটির প্রশংসা করছেন। অনেক কষ্ট করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সেন্সর বোর্ডের সনদ পেতে অনেক বেগ পেয়েছি। এক সময় ‘হৃদয়ের রংধনু’ মুক্তির বিষয়টি অনিশ্চিৎ ছিল। চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমি ও আমাদের টিম দারুন খুশি। এই চলচ্চিত্রটির মাধ্যমে দর্শক দেশের ৫৪টি জেলার প্রাকৃতিক দর্শনীয় স্থান দেখেতে পাবেন। যাদের প্রাকৃতিক দর্শনীয় স্থানের প্রতি আগ্রহ রয়েছে তারা এই চলচ্চিত্রটি দেখবেন বলে আমার বিশ্বাস। আমি সকল শ্রেণীর দর্শককে ‘হৃদয়ের রংধনু’ দেখার অনুরোধ করছি। আশা করছি আগামী সপ্তাহে হলের সংখ্যা বারবে।’
‘হৃদয়ের রংধনু’তে দেশি-বিদেশি শিল্পীরা অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন অভিনেত্রী মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ। ২০১৪ সালে শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রæয়ারীতে শেষ হয়েছে ‘হৃদয়ের রংধনু’র শুটিং। দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ করা হয়েছে চলচ্চিত্রটি।
