‘পিরিতের সাম্পান’-এ ভাসালেন জিসান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই কারে এতো করলি আপন পর করে আমায়...। ভাইরাল বনে যাওয়া আলোচিত এ গানের মাধ্যমে আলোচনায় আসেন হাল আমলের গায়ক জিসান খান শুভ। দরদভরা কণ্ঠে, গানের কথার সারল্যতা আর আবেগী সুরে ইতোমধ্যেই এই সময়ের কোটি সঙ্গীত অনুরাগীদের মনে দোলা দিয়ে সূক্ষ্ম রেখার মায়াজাল তৈরি করছেন।
‘তোর মনের পিঞ্জিরায়’, ‘বিষের ছুড়ি’ এবং ‘ভুলিনি তোমায়’র দারুন সাফল্যের পর এবার এই শিল্পী প্রকাশ করলেন তার নতুন গান ‘পিরিতের সাম্পান’। গানের কথা, সুর ও গায়কী জিসানের আর সঙ্গীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। গানটির ভিডিওটি তৈরি করেছেন সাইফুল ইসলাম রোমান।
নির্মাতা জানালেন, এটি একটি অসাধারন গান। তিনি সাধারণত যে ধরনের ভিডিও তৈরি করেন, এটি তার চেয়ে আলাদা। প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলভী মামুন ও জারা সিঁথি। তারাও মনযোগ দিয়ে কাজটি করেছেন।
গানটির বিষয়ে জিসান খান শুভ জানান, খুবই ভালো লাগছে। অনেক যত্ন করে কাজটি করেছি। আমার আগের কাজগুলোর জন্য শ্রোতা-দর্শক যে ভালোবাসা আমাকে দিয়েছে আশা করছি এই কাজটির বেলায়ও তা অব্যাহত আছে। আলভী মামুন ও জারা সিঁথির পাশাপাশি ভিডিওতে থাকছি আমিও। প্রকাশের পর পরই ‘পিরিতের সাম্পান’ গানটি শ্রোতা-দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে।
শনিবার ধ্রুব মিউজিক স্টেশনের ফোক গানের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘পিরিতের সাম্পান’ গানের ভিডিও। এছাড়াও ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে এ গানটি শোনা যাচ্ছে।
