বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়ার ১০৬ হলে নিরবের ‘বাংলাশিয়া’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ঢাকাই চলচ্চিত্রের অনেকেই বলিউডে অভিনয়ের গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে ফাঁকা আওয়াজ। সেই জায়গায় চিত্রনায়ক নিরব স্রোতের বিপরীতে। তেমন ঢাক-ঢোল না পিটিয়েই অভিনয় করে এসেছেন বলিউডের সিনেমায়। সেই সিনেমা আলোর মুখও দেখছে। 

 

বলিউড ছবির আরো পাঁচ বছর আগেই মালোয়শিয়ার ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছবির নাম ‘বাংলাশিয়া’। তবে দুর্ভাগ্যের বিষয় মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না।

কিন্তু এবার ‘বাংলাশিয়া’ আকাশের সব কালো মেঘ কেটে গিয়ে নতুন সূর্যের আবির্ভাব হচ্ছে। আসছে ২৮ ফেব্রুয়ারি তিন ভাষায় নির্মিত এ ছবিটি  মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির প্রচারণায় অংশ নেয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া উদ্দেশে ঢাকা ছাড়বেন নিরব। পরদিন ছবির অভিনয়শিল্পী, কলাকুশলী আর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ছবির প্রিমিয়ারে অংশ নেবেন। 

 

এ তথ্যটি নিশ্চিত করেছে নিরব নিজেই। নিরব বলেন, মালয়েশিয়ার ১০৬ টি সিনেপ্লেক্সে  ছবিটি মুক্তি পাচ্ছে। এটা আনন্দের সংবাদ তো বটেই, এছাড়াও আরো ভালো লাগছে যে নিষিদ্ধের তালিকা থেকে ছবিটি বেরিয়ে এসেছে। ‘বাংলাশিয়া’ সিনেমায় তাকে কখনো বাবুর্চি, কখনো মোটর মেকানিকস, আবার কখনো কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দেখা যাবে। 

এই সিনেমায় কাজের নিয়ে নিরব বলেন, এটি আমার চলচ্চিত্র ক্যারিয়ারে অন্যতম একটা অর্জন। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ না পেলে বড় অর্জন থেকে বঞ্চিত হতাম। এ সিনেমার কাজের অভিজ্ঞতা অসাধারণ, ইউনিটে কাজ করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তাদের সময়জ্ঞান। আমরা প্রতিদিন ভোর চারটায় শুটিং শুরু করতাম। ৪২ দিন কাজ করেছি, কখনো এই নিয়মের নড়চড় হয়নি।

পাঁচ বছর আগেই ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়েছে। ‘বাংলাশিয়া’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি। এই ছবির পরিচালক নেমউই গানের সঙ্গেও যুক্ত। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। 

এছাড়া ছবির অন্য চরিত্রের অভিনয় করেছেন সাইফুল অ্যাপেক, নেমইউ, ডেভিড প্রমুখ।