বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘সঙ্গে থাকবে আমার হবু স্ত্রী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

দর্শক-শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী আশিকুর রহমান মেহরাব। গত তিন বছর ধরে নতুন কোন গানে দেখা যায়নি মঞ্চ মাতানো এই তরুনকে। দীর্ঘ এই বিরতি ভেঙ্গে মঙ্গলবার প্রকাশ হয়েছে তার নতুন গান ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’। 


দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের মুখোমুখি হয়েছেন...
হ্যা, মঙ্গলবার প্রকাশ পেয়েছে আমার নতুন গান ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’। আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় আমার সঙ্গে যৌথ ভাবে গানটির সুর করেছেন আদী। আর সংগীতায়োজন আমার নিজেরই। গানটি প্রকাশের পর থেকে দারুন সারা পাচ্ছি।

গানের শিরোনাম ‘আমি তো শুধু ভালোবাসতে চাই’, কাকে ভালোবাসতে চান আপনি?
আমি আসলে ভালোবেসেই ফেলেছি। এবং ভালোবেসেই যাচ্ছি। আমি সারাজীব ভালোবাসতে চাই। আমার হবু স্ত্রীকে, আমার পরিবাররে সকল সদস্যকে, আমাদের দেশকে, দেশের সকল মানুষকে ভালোবাসি, ভালোবাসতে চাই।
 

সর্বশেষ ১৬ সালে প্রকাশ পেয়েছিলো আপনার গাওয়া মৌলিক গান, মাঝে তিন বছর বিরতি কেন?
আমি ইচ্ছে করেই এই বিরিতিটা নিয়েছি। এই সময়টাতে নিজেকে তৌরির চেষ্টা করেছি। আপনারা জানেন যে, আমি নিজেই সুর ও সঙ্গীত আয়োজন করি, সে দিকে সময় দিয়েছি। এছাড়া টেলিভিশন লাইভ ‘শো’ ও মঞ্চে আমার অনেক ‘শো’ থাকে। এদিকে যথেষ্ট সময় দিতে হয়। যে কারনেই নতুন গানে সময় দেওয়া হয়ে উঠেনি।

এখন থেকে গানে নিয়মিত হচ্ছেন, নাকি আবার বিরতি?
আর বিরতি নয়, এখন থেকে নিয়মিত ভাবে নতুন গানে কণ্ঠ দিব। শ্রোতা দর্শকেরা নিয়মিতই আমার গান শুনতে পাবেন। সঙ্গে পাবেন নতুন গানের ভিডিও।

নতুন এই গানটি প্রসঙ্গে শুনতে চাই...
এটা সম্পূর্ণ ভালোবাসার একটি গান। মজার তথ্য হলো, গানটি তৈরি করার প্রায় ৮ বছর পর তা প্রকাশ হলো! ২০১১ সালে গানটির সুর করেছিলাম। এটা সত্যিই বিস্ময়কর একটি বিষয়। এখন গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে। শিগগিরই একই প্লাটর্ফম থেকে এর আসল ভিডিও প্রকাশ পাবে।

গানের ভিডিওটিতে মডেল হিসেবে কে কে থাকছেন?
এখানেই থাকবে একটি দারুন চমক। এতে আমি নিজে মডেল হিসেবে থাকবো, আর সঙ্গে থাকবে আমার হবু স্ত্রী রুশী চৌধুরী। খুব তারাতারিই সবাইকে জানিয়ে আমরা বিয়ের কাজ সম্পর্ণ করবো।