রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলতে চেয়েছিল বিমান ছিনতাইকারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার (চট্টগ্রাম) মেজর জেনারেল এস এম মতিউর রহমান। এছাড়া ওই ব্যক্তি নিজের স্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়েছিল।

 

তিনি বলেন, কমান্ডো অভিযানে নিহত যুবকটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০। তার নাম মাহাদী বলে জানা গেছে। 

সেনাবাহিনীর এক নম্বর প্যারা কমান্ডোর একটি দল অভিযান চালিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে আটক করে। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যা সাতটা ১৭ মিনিট থেকে সাতটা ২৫ মিনিট পর্যন্ত আট মিনিটের অভিযানে বিমান ‘ছিনতাই চেষ্টকারীকে’ নিবৃত্ত করা হয়।

 

মতিউর রহমান বলেন, হোলি আর্টিজানে কমান্ডো অভিযান পরিচালনাকারী লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান এতো দ্রুত হয়েছে যে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এখন বিষয়গুলো জানার চেষ্টা করা হবে।

বিমানের যাত্রী ওসমান গনি জানান, মাহাদি কোনো যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। বিমানের ভেতর সে একের পর এক সিগারেট ধরিয়ে টানছিল।

এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমান বলেন, আমরা তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেছিলাম। তাকে (ছিনতাই চেষ্টাকারী) বলেছি আমরা কথা বলার ব্যবস্থা করছি।