বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভয়াবহ যৌন অপরাধে আর কেলির আত্মসমর্পণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

এবার যৌন অপরাধের অভিযোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন আরঅ্যান্ডবি’র সুপারস্টার আর কেলি। তার বিরুদ্ধে চারজন ভিক্টিমের ভয়াবহ যৌন অপরাধের ১০ দফা অভিযোগ আনা হয়েছে। এমন নির্যাতনের শিকারদের মধ্যে তিনজনই সংখ্যালঘু।

এ অভিযোগে সুপারস্টার শুক্রবার শিকাগো পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ৫২ বছর বয়সী আর কেলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দেয়ার পর তিনি আত্মসমর্পণ করেন।

তার বিরুদ্ধে বহুদিন ধরে রয়েছে শিশু পর্নোগ্রাফি, সংখ্যালঘুদের সঙ্গে যৌনতা সহ বহুবিধ অভিযোগ। এ সব অভিযোগে শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে তিনি শিকাগো পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তারপর তাকে নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।