রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চায়নাম্যানের ‘কৃষক ফ্যাশন’

লাইফস্টাইল ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

কৃষক মানেই যেন তিনি সারাদিন মাঠে কাজ করবেন। তার আবার পোশাক কী? বাড়ির পুরোনো যেসব পোশাক তাই তার জন্য উত্তম! কারণ মাঠে-ঘাটে, কাদামাটি নিয়ে কাজ করবেন তার আবার কিসের ভালো পোশাক! তার ওপর ফ্যাশনেবল পোশাক বা পোশাক নিয়ে ফ্যাশন শো বা র্যায়ম্পে হাঁটার চিন্তা! এটা তো শুধু গল্পেই মানায়।

বাস্তবে তো আমরা চিন্তাই করতে পারবো না যে একজন পথে-ঘাটে ফ্যাশন শো করে বেড়াচ্ছেন। জি হ্যাঁ, তেমনই একজন কৃষক চীনের ডোউ জিয়াওগ্যাঙ্গ। তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভিন্ন ধরনের পোশাক পরে। হাতপাখা থেকে টায়ার কোনো কিছুই বাদ পড়েনি এই কৃষকের ফ্যাশন থেকে। আসুন ছবিতে ছবিতে দেখি কৃষক ডোউ জিয়াওগ্যাঙ্গ ফ্যাশনেবল পোশাক।

ফেলে দেয়া কাপড় বা টায়ার অথবা ফেলে দেয়া জঞ্জাল থেকে তৈরি করে থাকেন ব্যতিক্রমী পোশাক।

হ্যাঙ্গার পোশাক ঝুলিয়ে রাখার জন্যই ব্যবহার করা হয় বলেই জানি। কিন্তু সেই হ্যাঙ্গার দিয়েই পোশাক বানানোর চিন্তা মনে হয় শুধু তার মাথাতেই এসেছে। ডোউর ফ্যাশন থেকে বাদ যায়নি রান্না ঘরের চামচও।

পেশায় কৃষক চীনের ডোউ জিয়াওগ্যাঙ্গ। তাক লাগিয়ে দিয়েছেন পোশাক-আশাকে।

চাষের পাশাপাশি পার্ট-টাইম ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেও ভালবাসেন।

নানাবিধ বিচিত্র পোশাকে পথে নেমে পড়েন ডোউ। রাস্তার মধ্যে দিয়েই ক্যাটওয়াক করে চলেন।

নিজেই এই সব পোশাক তৈরি করেন তিনি।

নানা রকমের ফেলে দেওয়া জিনিস দিয়েই পোশাক তৈরি করেন তিনি।
 

রাস্তাঘাটে লোকজন তার পোশাক দেখে বিস্তর মজা পান।