বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রলীগের প্যানেলে ভিপি-শোভন, জিএস-রাব্বানী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে ভিপি ও জিএস পদে সংগঠনের শীর্ষ নেতারাই মনোনয়ন পেয়েছেন। 

 

এতে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদন গোলাম রাব্বানী জিএস এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এজিএস পদে লড়বেন। 

শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

 

এর আগে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ডাকসু নির্বাচন দেখাশোনার দায়িত্বে থাকা নেতারা। এ সময় নেতাদের রিপোর্ট ও প্রধানমন্ত্রীর নিজস্ব জরিপের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। 

এক্ষেত্রে ছাত্রলীগের কর্মকাণ্ড, ক্যাম্পাসে জনপ্রিয়তা ও যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে ভিপি ও জিএস পদে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। 

দলীয় নেতা-কর্মীরা জানান, অনেক যাচাই-বাছাই করেই প্রার্থী চূড়ান্ত করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী নেতাদের জানিয়েছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। এজন্য ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রসমাজের কাছে পরিচিতদেরকেই প্রার্থী করা হয়েছে।

আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ও ২৫ ফেব্রুয়ারির মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো চূড়ান্ত করা হবে।