রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

অগ্নিকাণ্ডে দোষীদের বিচার করতে হবে: কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

নিমতলি ঘটনার পর যাদের অবহেলায় পুরোনো ঢাকার রাসায়নিক গুদাম সরানো হয়নি তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

 

শনিবার বিকেল চারটায় চকের আগুনে আহতদের দেখতে এসে এমন কথা বলেন বিরোধী দলীয় এই উপনেতা। এ সময় তিনি বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার করতে হবে।

দেশে আইনের শাসনকে বাস্তবায়নে সব ধরণের পদক্ষেপ নেয়ার কথা জানান জাতীয় পার্টির কো- চেয়ারম্যান। তিনি বলেন, এ বিষয়ে ক্ষমতার অপব্যবহারকারীকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে।

 

এ সময় জি এম কাদের বলেন, পুরোনো ঢাকার বসতি এলাকা থেকে রাসায়নিক ব্যবসা ও দাহ্য পদার্থের গুদাম অবশ্যই সরাতে হবে।