সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

একদিনে এক লাখ ফোন বিক্রি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মাত্র একদিনেই মোট ই৩ পাওয়ার মডেলের এক লাখ ফোন বিক্রি হয়েছে ভারতে। মটোরোলা মবিলিটি ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার অমিত বনি এক টুইটের মাধ্যমে এ খবর জানিয়েছেন। বনি জানিয়েছেন, গত সোমবার অনলাইনে ফ্লিপকার্ট ও মটোরোলার ওয়েবসাইটে ফোনটি বিক্রির জন্য আগাম অর্ডার নেওয়া হচ্ছিল। একদিনেই এক লাখ ফোনের অর্ডার পান তাঁরা। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

 

ভারতের বাজারে মটো ই৩ পাওয়ার স্মার্টফোনটির দাম ধরা হয়েছে সাত হাজার ৯৯৯ রুপি। গত সোমবার মধ্যরাতে ভারতে ফোনটি অনলাইনে বিক্রির জন্য ছাড়া হয়। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফোনটি বিক্রির আগাম অর্ডার নেওয়া শুরু হয়। ফোনটিতে রয়েছে ৩৫০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি।

কম দামে ভালো মানের স্পেসিফিকেশনের জন্যই ফোনটি ব্যবহারকারীদের চাহিদার শীর্ষে রয়েছে। আর ফোনটিও দেখতেও বেশ সুন্দর। ফোনটিতে রয়েছে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে।

ফোনটি থ্রিজি ও ফোরজি দুটি নেটওয়ার্কেই কাজ করবে। এতে রয়েছে পাঁচ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ১ গিগাহার্জের কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫পি প্রসেসর। রিয়ার ক্যামেরা আট মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরা পাঁচ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় রয়েছে এলইডি ফ্ল্যাশ।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তি। মাত্র ১৫ মিনিট চার্জ দিলে পাঁচ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ফোনটি।