অ্যাপেই জুতার সাইজ নির্ধারণ, এক চার্জে চলবে ১২ দিন!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

পুরো পৃথিবীর সঙ্গে যখর আমি আপনি সবাই র্স্মাট হচ্ছি টেকনোলজিক্যালি তখন জুতাই বা বাদ থাকবে কেনো? ভাবুন তো আপনার পায়ের মাপ অথবা আপনার কমফোর্ট অনুযায়ী জুতার আকার পরিবর্তন হচ্ছে, আবার পড়ার পরে সেটি সয়ংক্রিয়ভাবে এঁটে যাচ্ছে আপনার পায়ে।
আমেরিকার ক্লাসিক মুভি ‘ব্যাক টু দ্যা ফিউচার’ এর কথা মনে আছে? ১৯৮৯ সালে রিলিজ হওয়া এই সাইন্স ফিকশন মুভিটিতে মার্টি ম্যাকওয়ারের জুতা সে সময় মানুষকে কল্পনার জগতে নিয়ে যায়। কেননা জুতাটি পায়ের সঙ্গে এঁটে যেতো সয়ংক্রিয়ভাবে, সেখানে ছিলো অদ্ভুদ কিছু ফিচার।
সময়ের সঙ্গে মানুষ হয়তো ভুলে গেছে সেই জুতার কথা। কিন্তু সেটি মনে রেখেছে জনপ্রিয় স্পোর্টস ব্যান্ড নাইকি। আর তাই এবার নিজেদের বিস্তর গবেষণা শেষে ‘নাইকি অ্যাডাপ’ নামে ছবির মতোই এমন একটি জুতা মানুষকে উপহার দিতে চলেছে কোম্পানিটি।
এই জুতার প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকারীরা চাইলেই নিজের মতো করে এতে পরিবর্তন আনতে পারবেন। জুতার মাপ নিধার্রণ করার পাশাপাশি নিজের ইচ্ছে মতো করতে পারবের কাস্টোমাইজও। আর এসব কিছুই হবে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমেই।
ব্যবহারকারীরা নিজেরদের পায়ের মাপ সেখানে সেভ করে রাখতে পারবেন। পরে এটি নিজের পায়ে পরার সময় জুতায় থাকা মটর ব্যবহারকারীর স্নায়ু চাপ বুঝে এঁটে যাবে তার পায়ে।
জুতাটি মূলত তৈরি করা হয়েছে খেলোয়ারদের কথা ভেবে। এছাড়া এই জুতায় থাকছে এলডি লাইট এর ব্যবস্থা। আর এ সব কিছুর জন্য পাওয়ার ব্যবস্থা করা হবে জুতায় থাকা ব্যাটারির মাধ্যমে। যেটি একবার চার্জ দিলে চলবে ১২ দিন।
এদিকে ব্যবহৃত অ্যাপলিকেশননে থাকা তথ্যগুলো খেলোয়াড়রা চাইলে নাইকি এর সঙ্গে শেয়ারও করতে পারবে। এতে করে কোম্পানিটি যেমন নিজেদের প্রোডাক্ট উন্নত করতে পারবে ঠিক তেমনি ব্যবহারকারীদের জন্য জুতাটি আরেো আরামদায়কও করতে পারবে।
এই জুতাটি আগামী মাস থেকে কোম্পানিটি বাজারে নিয়ে আসছে। আর এটির দাম পড়বে সাড়ে প্রায় তিন’শ ডলার।