এমবাপে-ডি মারিয়াদের গোলে বড় জয় পিএসজির
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

দলের প্রধান দুই ভরসা নেইমার ও এদিনসন কাভানি নেই। তাতে যেন বয়েই গেছে পিএসজির। লিগ ওয়ানে শিরোপার পথে অপ্রতিরোধ্য গতিতেই এগুচ্ছে তারা। বুধবার মোঁপেলিয়ের বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে টমাস টুখেলের দল।
পিএসজির হয়ে এদিন প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুনকু ও লেইভিন কুরজাওয়া। অন্য গোলটি ছিল আত্মঘাতী। এই জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ম্যাচের ত্রয়োদশ মিনিটে কুরজাওয়ার পা থেকে প্রথম গোলটি পায় পিএসজি। ডান দিক থেকে দানি আলভেসের দারুণ ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে কোনাকুনি হেডে গোল করেন ফরাসি এই ডিফেন্ডার। অবশ্য ম্যাচের ৩১ মিনিটেই মোলের দারুণ এক ফ্রি-কিকে সমতায় ফেরে অতিথিরা।
কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ডি মারিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফ্রি-কিক পায় পিএসজি। আর তা থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের গতি আরো বাড়িয়ে দেয় স্বাগতিকরা। দলটি তাদের শেষ ৩ গোল পায় ৬ মিনিটের ব্যবধানে। ম্যাচের ৭৩ মিনিটে হেডে দলের তৃতীয় গোলটি করেন ফরাসি মিডফিল্ডার এনকুনকু। তার পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১।
প্রতিপক্ষের কফিনে পঞ্চম ও শেষ পেরেকটি ঠোকেন এমবাপে। ম্যাচের ৭৯ মিনিটে কুরজাওয়ার পাস চলতি লিগে নিজের ২০ গোলটি করেন এই ফরাসি বিস্ময়বালক। লিগে এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল করতে পারেনি কেউই।