শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

পিছিয়ে পড়েও ম্যানসিটির রোমাঞ্চকর জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠ থেকে রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। বুধবার জার্মান ক্লাব শালকের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।

 

এদিন ম্যাচের অষ্টাদশ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলেই গোলটি পায় অতিথিরা। সতীর্থের ব্যাক পাস থেকে পাওয়া বল দুর্বল শটে সালিফ সানের উদ্দেশ্যে বাড়ান শালকের গোলরক্ষক রালফ ফারমান। কিন্তু পেছন থেকে এসে সেই বল নিয়ন্ত্রণে নিয়ে সার্জিও আগুয়েরোর দিয়ে বাড়িয়ে দেন দাভিদ সিলভা। আর নিখুঁত টোকায় সেটিকে গোলে পরিণত করতে ভুল করেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

তবে ম্যাচের ৩৮ মিনিটে সফল স্পট-কিক থেকে স্বাগতিকদের সমতায় ফেরান নাবিল বেন্তালেব। ডি-বক্সের ভেতর সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হাতে বল লাগলে পেনাল্টি পায় শালকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি পেনাল্টি পায় জার্মান ক্লাবটি। আর আরেকটি সফল স্পট-কিক থেকে দলকে ২-১ গোলে এগিয়ে দেন বেন্তালেব।

পিছিয়ে পড়া সিটি দ্বিতীয়ার্ধে ফিরে আরেকটি ধাক্কা খায়। ম্যাচের ৬৮ মিনিটে গুইডোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় ওতামেন্দিকে।

১০ জনের দলে পরিণত হওয়া সিটি ম্যাচের ৮৪ মিনিটে সানের ফ্রি-কিক থেকে সমতায় ফেরে। আর তার ৬ মিনিট পর রহিম স্টার্লিং নিখুঁত শটে দলের হয়ে জয় সূচক গোলটি করেন।