দুয়ো অভ্যর্থনার জবাবে ‘৫’ দেখালেন রোনালদো
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

পূর্ব ধারণাই সত্যি হল। ফুলেল শুভেচ্ছা নয়। মাদ্রিদে ফিরে দুয়োর অভ্যর্থনাই জুটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর কপালে। গতকাল রাতে ম্যাচের শুরু থেকে শেষ— পুরো সময়েই জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারকে দুয়ো দিয়েছেন ওয়ান্ডা ম্যাট্রোপলিতানোর দর্শকেরা। মাঠে নামার সময় থেকেই শুরু হয় দুয়োর স্লোগান। ম্যাচের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদ গোল পাওয়ার পর দুয়োর প্রকোপ আরও বাড়ে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর প্রথম লেগ ম্যাচটাতে স্বাগতিক অ্যাতলেতিকো ২-০ গোলে হারিয়েছে রোনালদোর জুভেন্টাসকে। জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে মূলত দুই উরুগুইয়ান। ম্যাচের ৭৭ মিনিটে অ্যাতলেতিকোর হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্সিফ মিডফিল্ডার হোসে গিমেনেজ। এর ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি ডিফেন্ডার দিয়েগো গডিন।
অ্যাতলেতিকোর জয়টাও শেষ পর্যন্ত ২-০। ম্যাচের এই স্কোরকার্ডকে গান বানিয়েও রোনালদোকে দুয়ো দেন অ্যাতলেতিকোর সমর্থকরা। স্লোগান তোলেন অ্যাতলেতিকো দুই, রোনালদো শূন্য। সারাক্ষণ যাই হোক, ম্যাচ শেষের এই ব্যঙ্গটা আর নীরবে মেনে নেননি ৫ বারের ব্যালন ডি’অর জয়ী। জবাব দিয়েছেন উপযুক্ত।
অ্যাতলেতিকোর সমর্থকদের ওই দুই শূন্য স্লোগানকেই উল্টে রোনালদো দেখিয়েছেন ৫-০! রোনালদোর এই জবাবের মাহাত্ম্য বুঝতে হলে আপনাকে পরিসংখ্যান ঘাটতে হবে। ক্যারিয়ারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৫টি শিরোপা জিতেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার, রিয়াল মাদ্রিদের হয়ে ৪ বার। বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদ ইতিহাসে একবারও শিরোপার স্বাদ পায়নি। ৩ বার ফাইনালে গিয়ে তিনবারই হেরেছে।
এর দুটি হারই রোনালদোর রিয়ালের কাছে। চাইলে রোনালদো জবাবটা দুই শূন্য বলেও দিতে পারতেন! কিন্তু জবাব যখন দেবেনই, তখন আর ছোট দিয়ে দেওয়া কেন! রোনালদো তাই দেখিয়েছেন বড়টাই। নিজের হাতের ৫টি আঙুল প্রসারিত করে দেখিয়েছেন রোনালদো ৫, অ্যাতলেতিকো ০!
তবে এটা পরিসংখ্যান ভিত্তিক মাঠের বাইরের জবাব। পর্তুগিজ তারকা নিশ্চয়ই জবাবটা দিতে চাইবেন মাঠেও, ১২ মার্চের ফিরতি লেগে! মনে রাখতে হবে, ১২ মার্চ ফিরতি লেগটা হবে জুভেন্টাসের ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেই ক্রিস্তিয়ানো রোনালদোকে কিনেছে জুভেন্টাস। রোনালদোও জুভেন্টাসের চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। কিন্তু কাল প্রথম লেগে ২-০ জুভদের সেই স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ঘরের মাঠের ফিরতি লেগে জুভদের জিততে হবে অন্তত ৩-০ গোলে।
কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। ২০১৬-১৭ মৌসুমে মেসি-সুয়ারেজ-নেইমারদের বার্সেলোনাকে তারা হারিয়েছিল ৩-০ গোলে। বার্সাকে হারাতে পারলে, অ্যাতলেতিকোকে কেন নয়! তাছাড়া এবার আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হলেই যিনি জ্বলে উঠেন বাড়তি প্রেরণায়। টুর্নামেন্টে টিকে থাকতে, স্বপ্ন বাঁচিয়ে রাখতে রোনালদো এবং তার জুভেন্টাস যে ১২ মার্চ জীবন বাজি রেখে খেলবে, সেটি অনুমিতই।
সমীকরণটা মেলাতে পারলে সেদিন আরও একবার জবাবটা দিতে পারবেন রোনালদো ৫, অ্যাতলেতিকো ০!