শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১   ১৮ শাওয়াল ১৪৪৫

রিয়াল ছাড়তে বন্ধু রোনালদোর ‘ফর্মুলা’য় হাঁটছেন মার্সেলো!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মানুষ বন্ধুর দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এই কথাটিই নতুন করে প্রমাণ করে দিচ্ছেন মার্সেলো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়তে বেছে নিয়েছেন বন্ধু রোনালদোর ফর্মুলা! গত মৌসুমে যে পথে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো, মার্সেলোও হাঁটছেন ঠিক সেই পথেই। অন্তত ক্লাব ছাড়ার প্রথম পদক্ষেপটা মার্সেলো নিয়েছেন বন্ধু রোনালদোর ফর্মুলা মতোই।

 

গত মৌসুমে অনেকটা অভিমান করেই রিয়াল ছাড়েন রোনালদো। মূলত রিয়াল কর্তাদের সঙ্গে তার মনোমালিন্যটা ছিল বেতন-ভাতা বৃদ্ধি দিয়ে। কিন্তু ক্লাব ছাড়ার প্রথম পদক্ষেপে রোনালদো সামনে নিয়ে আসেন সমালোচনার বিষয়টিকে। মাত্রাতিরিক্ত সমালোচনার কারণে তিনি রিয়ালে সুখী নন।

এভাবে চলতে থাকলে তার পক্ষে রিয়ালে থাকাটা সম্ভব হবে না। সমালোচনাটা তিনি আর নিতে পারছেন না। ক্লাবে থাকলে হলে পরিস্থিতির উন্নতি করতে হবে। অথবা ক্লাব যদি তাকে বিক্রি করতে চায়, তিনি চলে যেতে রাজি। প্রথম পদক্ষেপে এসব কথা বলেই রিয়াল কর্তাদের চাপে ফেলে দেন রোনালদো।

 

মার্সেলোও মনের ইচ্ছার কথাটা মুখফুটে প্রথম বললেন সেই ফর্মুলাতেই। গত সোমবার রিয়ালের প্রধান নির্বাহী পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে দেখা করে মার্সেলো সরাসরিই বলেন, সমালোচনাটা তিনি আর নিতে পারছেন না। ক্লাব যদি তাকে বিক্রি করতে চায়, তিনি চলে যেতে রাজি!

পরে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও সরাসরি বলেন, রাখতে না চাইলে তাকে যেন বিক্রি করে দেয়। সেই ২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে রিয়ালে যোগ দেন মার্সেলো। সেই থেকে ১৩টি বছর কাটিয়ে দিলেন রিয়ালে। আর নিজের সর্বস্ব ঢেলে দিয়ে দীর্ঘ এই সময়টা সম্মান এবং ভালোবাসার মধ্য দিয়েই কাটিয়েছেন। কিন্তু এই মৌসুমে ৩০ বছর বয়সী মার্সেলো নিজের সেরাটা মেলে ধরতে পারছেন না।

 

মাঠে নামলেই করছেন অমার্জনীয় ভুল। যে ভুলের খেসারত ক্লাব রিয়ালকে দিতে হচ্ছে ম্যাচ হেরে বা ড্র করে। গত রোববার পুঁচকে জিরোনার কাছে ২-১ গোলের হারটিও যেমন মার্সেলোর ভুলেরই খেসারত। তার এক অমার্জনীয় ভুলেই জয়সূচক গোল করে জিরোনা। হাস্যকর সেই ভুলের পর সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি ভর্তি দর্শকেরাই দুয়ো দেন মার্সেলোকে।

এই মৌসুমে নিজ দলের দর্শকদের দুয়ো অনেক ম্যাচেই শুনতে হয়েছে মা্র্সেলোকে। তবে রোববার গ্যালারিভর্তি দর্শকদের এক যুগে দুয়ো দেওয়ার বিষয়টি বড় বেশি কষ্ট দিয়েছে মার্সেলোকে। সমালোচনাটা কিছুতেই হজম করতে পারেননি। পরের দিনই তাই ক্লাব কর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে ইচ্ছাটা তিনি প্রকাশ করেছেন বন্ধু রোনালদোর কূটনীতিক ফর্মুলায়।

 

গণমাধ্যমের খবর, বন্ধু রোনালদোর অনুপ্রেরণাতেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে চাচ্ছেন মার্সেলো। গত জুলাইয়ে জুভেন্টাসে যাওয়ার পরপরই রোনালদো মার্সেলোকে অনুপ্রাণিত করেন ইতালিতে যেতে। ফোন করে বারবার উসকাতে থাকেন। জুভেন্টাস কর্তাদেরও রোনালদো অনুরোধ করেন মার্সেলোর সঙ্গে চুক্তি করতে।

রোনালদোর অনুরোধেই মার্সেলোর দিকে হাত বাড়ায় জুভেন্টাস। আর মার্সেলোও প্রিয় বন্ধুর অনুপ্রেরণা-উসকানিতে জুভেন্টাসে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেন। কিন্তু গত মৌসুমে তার ইচ্ছাটা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তবে এ মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। নিজে থেকেই যিনি চলে যেতে চান, তাকে শুধু কি চুক্তির দোহাই দিয়ে ধরে রাখা যায়!