শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ইউরোপা লিগের শেষ ষোলোয় আর্সেনাল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফিরতি লেগে বেলারুশের বাতে বরিসভকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলয় উঠেছে আর্সেনাল। বৃহস্পতিবার ঘরের মাঠে দলটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তারা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছিল উনাই এমেরির দল। কিন্তু এদিনের জয়ে ৩-১ গোলের অগ্রগামীতায় শেষ ষোল নিশ্চিত করল ইংলিশ ক্লাবটি।

 

নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দারুণ দাপট নিয়েই খেলে আর্সেনাল। ম্যাচের ৬৮ ভাগ সময় বল দখলে ছিল তাদের। গোলমুখের শটেও এগিয়ে ছিল তারা। প্রতিপক্ষের গোলমুখে মোট ২২টি শট নিয়েছে তারা, যার মধ্যে ৮টিই ছিল টার্গেটে। অন্যদিকে আর্সেনালের গোল মুখে বোরিসভ ৪টি শট নিতে পেরেছে, যার মধ্যে দুইটি টার্গেটে ছিল।

এদিন আত্মঘাতি গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। আর ম্যাচের ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্কোদ্রান মুস্তাফি। গ্রানিত জাকার বাঁকানো কর্নারে হেডে বল জালে জড়ান এই জার্মান ডিফেন্ডার।

সুইস মিড ফিল্ডার জাকার কর্নার থেকেই ৬০ মিনিটে ম্যাচে নিজেদের তৃতীয় গোল পায় স্বাগতিকরা। তবে এবার গোলদাতার নাম সক্রাতিস পাপাস্তাথোপুলস।