শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

দুর্দান্ত কটরেলে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বুধবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬০ রান করেও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ক্যারবীয়রা। এবার তাদের ২৮৯ রানে গুটিয়ে দেয় ইংলিশরা।

 

আগের ম্যাচের চেয়ে লক্ষ্যটা তুলনামূলক ছোটই ছিল। ইয়ন মরগানের দল হয়তো ভেবেছিল এই ম্যাচেও জয়টা সহজে তুলে নিতে পারবে তারা। কিন্তু ইংলিশ অধিনায়কের সেই আশায় ছাই দিয়ে উল্টো ২৬ রানের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ২৯ বছর বয়সী শেলডন কটরেল। উইকেট পেলেই স্যালুটের ভঙ্গিতে তা উদযাপন করেন তিনি। এদিন পাঁচবার কটরেলের এই উদযাপন দেখেছে ইংলিশরা। আর তাতেই সর্বনাশ হয়েছে তাদের। ৪৬ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন কটরেলে। সেই সাথে অধিনায়ক জেসন হোল্ডারও বল হাতে ভূমিকা নেন। ৫৩ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। এছাড়া ওশানে থমাস ও কার্লোস ব্র্যাথওয়েট নেন একটি করে উইকেট।

তবে কটরেল ও হোল্ডারের লড়াইয়ের ভিত্তিটা ব্যাট হাতে করে দেন শিমরন হেটমেয়ার। ২২ বছর বয়সী এই তরুণ ৪টি ছক্কা ও ৭টি চারে সাজিয়ে ৮৩ বলে অপরাজিত ছিলেন ১০৪ রানে। যা স্বাগতিকদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। এর পুরস্কার স্বরূপ ম্যান অব দ্য ম্যাচ হন তিনি।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে গত ম্যাচের মতো মারমুখী খেলার চেষ্টা করেন ক্রিস গেইল। তবে খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই আদিল রশিদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ৬৩ বলে ৫০ রান করেন এই ওপেনার। মেরেছেন ৪টি ছক্কা ও একটি চার। অন্য ওপেনার জন ক্যাম্পবেল আউট হন ব্যক্তিগত ২৩ রানে। এছাড়া শাই হোপ ২২, ডোয়াইন ব্রাভো ২৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তোলে উইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে কটরেলের শিকার হয়ে দ্রুতই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জেসন রয় (২) ও জনি বেয়ারস্টো (০)। আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক জো রুটও ৩৬ রানরে বেশি করতে পারেননি এদিন।

বেন স্টোকসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মরগান। দুইজনের জুটি জয়ের আশাই দেখাচ্ছিল। কিন্তু মরগানকে আউট হরে সেই জুটি ভাঙেন কটরেল। ফলে ৯৯ রানে থেমে যায় মরগান-স্টোকসের জুটি। ৩টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ৮৩ বলে ৭০ রান করেন ইংলিশ অধিনায়ক।

এরপর জস বাটলারকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন স্টোকস। কিন্তু স্টোকসকে আউট করে এই জুটি ভেঙে দেন হোল্ডার। ৮৫ বলে ৭৯ রান করেছেন এই অল রাউন্ডার। মেরেছেন ২টি ছক্কা ও ৭টি চার। ইংল্যান্ডের দলীয় রান তখন ৬ উইকেটে ২২৮।

এরপর আর বেশিদূর লড়াই করতে পারেনি ইংলিশদের লেজের ব্যাটসম্যানরা। ৪৭.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৬৩ রান করতে পারে তারা।