শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আসাম মাতাচ্ছে বাংলাদেশের সাইফ স্পোর্টিংয়ের যুবারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফুটবলে এমনতেই নড়বড়ে অবস্থা বাংলাদেশের। এর মধ্যে যুব দল নিয়ে আলাদা করে ভাবার মতো কোন ক্লাবই নেই দেশে। ব্যতিক্রম কেবল সাইফ স্পোর্টিং ক্লাব। মূল দলের পাশাপাশি যুব দল নিয়েও সমানতালে কাজ করছে ক্লাবটি।

 

ভারতের আসাম রাজ্যে চলমান ডক্টর টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ (অনূর্ধ্ব)-২১ টুর্নামেন্টে নিজেদের যুবা দল পাঠিয়েছে সাইফ স্পোর্টিং। রাজ্যের রাজধানী গুয়াহটির ওই টুর্নামেন্টর দারুণ সাফল্যও দেখাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ওই যুবরা। এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই জিতেছে তারা।

যুবাদের এই টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ১১টি দল। এর মধ্যে ভারতের ৮টি। আর বাংলাদেশ, নেপাল ও ভুটানের একটি করে দল।

বাংলাদেশের সাইফ পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ভুটান, আসাম, সিকিম ও অরুণাচল। গ্রুপ ‘বি’তে আছে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের দলের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল সাইফ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে আয়োজক আসামের যুব দলের বিপক্ষেও একই ব্যবধানের জয় তুলে নিল বাংলাদেশের প্রতিনিধিরা।

রোববার নিজেদের তৃতীয় ম্যাচে অরুণাচলের যুব দলের বিপক্ষে মাঠ নামবে সাইফ।