বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কী এমন কাজ করতে গিয়ে ‘ভ্যাবাচাকা’ খেলেন সানি?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাই ব্যস্ততার যেন শেষই নেই। কাজের চাপে মাঝে মাঝে নাওয়া-খাওয়া ভুলতে হয় বেবি ডলকে। তারই নমুনা বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে দিলেন সানি লিওন।

 

 

 

সাদা রোব পরে ওয়াক-ইন-ক্লোজেটে দাঁড়িয়ে সানি। মুখে ভ্যাবাচাকা খাওয়ার ছাপ স্পষ্ট। এক হাতে সাদা বাটিতে ব্রেকফাস্ট ধরে কি করবেন বুঝতেই পারছেন না। লিখেছেন, যখন তুমি একই সঙ্গে খাও আবার বের হওয়ার জন্য রেডিও হও...

নেটিজেনদের নজর কেড়েছে অবশ্য অন্য কিছু। সানির ক্লোজেট ভর্তি জুতোর কালেকশান সত্যিই যে কোনো মেয়ের স্বপ্ন। বেশিরভাগ জুতোই স্নিকারস ধরনের। আবার কিছু হিলসও আছে। 

 

শুধু জুতোই না, ক্লোজেটের উপরের তাকে লাল, কালো, সাদা নানা রঙের টুপি। এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সানি এই ওয়ার্ডরোব গিফট করার জন্য তার বর ড্যানিয়েলকে ধন্যবাদ জানিয়েছিল। 

কেউ কেউ বলছেন, এত রকম জুতো থাকলে পরতে গিয়ে তো সমস্যা হবেই। তবে জিনিস যত বেশি সমস্যাও যে ততটাই বেশি তা এক কথায় বলাই যায়।