বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘উড়ো মেঘের বসন্ত’-তে নীলাঞ্জনা নীলা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

নীল নয়না নয় তবুও সে নীলা। বলছি লাক্স সুন্দরী নীলাঞ্জনা নীলা কথা। মায়াবী চাহনীর নীলার শোবিজ ক্যারিয়ার শুরুটা বিজ্ঞাপনের মাধ্য দিয়েই। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর সেভেন আপের বিজ্ঞাপন দিয়ে সবার নজরে আসেন, যার জন্য তিনি সমালোচকদের প্রশংসা লাভ করেন। 

এরপর বাংলালিংক, ক্লোজ আপ, ইতালিয়ানো মেলামাইন (আরএফএল), রিং আইডি, ক্রিসেন্ট ফুটওয়্যারসহ অনেক ব্র্যান্ডের মডেল হয়েছেন। বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন নীলা। ‘গহীন বালুচর’ ছবি দিয়ে তার চলচ্চিত্রে পদচারনা। শুরুতেই এ ছবির মাধ্যমে সমালোচকদের প্রশংসায় পশ্চমুখ তিনি। 

সম্প্রতি তারেক রহমানের নির্দেশনায় ‘উড়ো মেঘের বসন্ত’ নাটকে অভিনয় করেছেন নীলা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। গেলো সপ্তাহে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ণ করা হয়েছে।  

 

নাটকটির বিষয়ে নীলাঞ্জনা নীলা বলেন, নির্মাতা তারেক রহমান ও মনোজ ভাইয়ার সঙ্গে এটা আমার প্রথম কাজ। মনোজ ভাই খুব ভালো অভিনয় করেন। প্রথম কাজেই তার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যে কারণে দু’জনের মধ্যে বোঝাপড়াও ভালো ছিলো। তাই কাজটি বেশ ভালো হয়েছে। শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে। 

এদিকে, ইফতেখার আহমেদ অসীমের নির্দেশনায় সম্প্রতি ‘মিস্টার ম্যাংগো’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন নীলা। এছাড়াও গেলো ভালোবাসা দিবসে তাসরিফ খানের ‘চৌধুরী সাহেব’ ও জুবায়ের জিসানের ‘ভুলে ভরা কবিতা’ শিরোনামের দুটি গানে মডেল হয়েছেন তিনি।