বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আসছে আরমান আলিফের ‘সর্বনাশী মেয়ে’!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

‘অপরাধী’ শিরোনামের গেয়ে বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছে আরমান আলিফ। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েই গানটি  ছড়িয়ে যায়। ইউটিউবে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গান ‘অপরাধী’। এই এক গানই তারকা বানিয়ে দিয়েছে গানটির আরমান আলিফকে।

এছাড়াও তার ‘নেশা’, ‘বেঈমান’, ‘কাঁচের জানালা’, ‘শূনতা’ গান গুলোও বেশ জনপ্রিয়তা পায় এ সময়ের শ্রেতাদের কাছে। এবার ‘সর্বনাশী মেয়ে’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হচ্ছেন আরমান আলিফ। 

আসছে ২৮ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর করেছেন আরমান আলিফ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত ও  মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রোহান মাহমুদ।

 

এ গানটির ভিডিওতে মডেল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের নায়ক আসিফ ইমরোজ ও মডেল মাহা শিকদার। 

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, প্রথমবারের মত অন্য কারো কথায় আমি সুর করেছি। গানটির কথাগুলো আমার বেশ ভালো লাগায় সুর দিয়েছি। মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। দর্শক-শ্রোতা এই গানে নতুন কিছু পাবে আশা করছি।