কলকাতায় শুভর প্রথম ছবি ‘আহারে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ঢাকাই সিনেমার শীর্ষ নায়কদের একজন আরেফিন শুভ। তার আজকের এই অবস্থানে আসার পথ মোটেও মসৃণ ছিলো না। অনেক কাঠ-খড় পুড়িয়ে আজ এই অবস্থানে শুভ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর 'জাগো' সিনেমায় অভিনয় করলেও আবারো নিজেকে চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে নেন। দীর্ঘদিন পর 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র মাধ্যমে বড় পর্দায় হাজির হন শুভ।
এরপর 'ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, ঢাকা অ্যাটাক, মুসাফির, নিয়তি, ওয়ার্নিং, ছুঁয়ে দিলে মন, ভালোবাসা জিন্দাবাদ'-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন শুভ। ছবিগুলোতে অভিনয়ের গুণে শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। যার ফলে শুধু এই বাংলাতেই নয় ওপার বাংলাতেও চাহিদা বেড়েছে শুভর।
আজ কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভ অভিনীত ছবি 'আহারে'। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো টলিউডের কোনো ছবিতে অভিনয় করলেন তিনি। ছবিতে শুভর সঙ্গে জুটি বেধেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা রঞ্জন ঘোষ।
এর আগে জোরেশোরে চলছে ছবিটির প্রচারণা। গেল ১৩ ফেব্রুয়ারি এর প্রথম গান ‘ইচ্ছেরা’ প্রকাশ হয়। গানটির মুগ্ধতা না ফুরাতেই ১৯ ফেব্রুয়ারি ‘কী জ্বালা’ শিরোনামের আরো একটি নতুন গান প্রকাশিত হয়। দুটি গানেই উঠে এসেছে এই দুই শিল্পীর নানা ইচ্ছে আর ভালোবাসার মধুর যন্ত্রণার আভাস।
‘আহা রে’ ছবিতে নাকি শুভ গানও গেয়েছেন। এই তথ্যটি ভারতীয় গনমাধ্যমকে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই। এর আগে এ জুটিকে দেখা মিলেছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প' ছবিতে।
এদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত বিখ্যাত চরিত্র ‘অপু’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শুভ। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এ ছবিটি প্রযোজনা করবেন বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর। নতুন এ ছবিটির নাম ‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’।
এছাড়াও আরেফিন শুভর হাতে এই সময়ে বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে মৃত্যুপুরী, জ্যাম, সাপলুডু ও মিশন এক্সট্রিম অন্যতম।
