বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মিথিলার মুখোমুখি তৌকির-সিয়াম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন দুই পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ। শোবিজের এই দুই প্রিয়মুখ এবার  দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী মিথিলার মুখোমুখি হয়েছেন ।

মিথিলার উপস্থাপনায় সেলিব্রেটি টক শো ‘আমার আমি’র এবারের পর্বে দেখা যাবে অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং চিত্রনায়ক সিয়ামকে। অনুষ্ঠানে তারা কথা বলেছেন তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এছাড়া আরো বলেছেন ব্যক্তি জীবনের গল্প, গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।  

 

বরাবরের মতই নাহিদ আহমেদের বিপ্লবের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি  শনিবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।