পুত্র সন্তানের বাবা হলেন পিন্টু ঘোষ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ব্যান্ডদল চিরকুটের ভোকালিষ্ট হিসেবেই সর্বমহলে পরিচিতি পান পিন্টু ঘোষ। এরপর ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ছেড়ে নিজে একাই হাঁটছেন সংগীতাঙ্গনে। এ সময়ের সংগীত শিল্পীদের মধ্যে পিন্ট ঘোষের জনপ্রিয়তা চরমে। পিন্টু ঘোষ ২০১৪ সালের ৭ মার্চ বিয়ে করেন সুকন্যা মজুমদার ঘোষকে। এবার তাদের ঘর আলোকিত করে জন্ম নিলো পুত্র সন্তান।
শুক্রবার দুপুরে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ডাক্তার শারমিন আব্বাসির তত্ত্বাবধানে সুকন্যা মজুমদার ঘোষের কোলজুড়ে জন্ম নেয় পুত্র সন্তান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের বাবা হওয়ার খবর জানান পিন্টু ঘোষ নিজেই।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা, ছেলের বাবা হওয়ার সৌভাগ্য হলো আজ। আপনাদের সবার আশীর্বাদে মা-ছেলে সুস্থ আছে। সবাই আমার ছোট্ট বাবার জন্য আশীর্বাদ করবেন।
পিন্টু ঘোষ জানান, গতকাল সুকন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে নবজাতক ও তার মা দুজনেই খুব ভালো আছেন। সুকন্যা আগেই ছেলের নাম ঠিক করে রেখেছিল ‘রুদ্রাংশ’। দু-তিন দিনের মধ্যেই তারা বাসায় ফিরবে।
এদিকে, চিরকুট থেকে বের হবার পর পিন্টু ঘোষ ‘অজ্ঞাতনামা, হালদা, ফাগুন হাওয়ায়’র মতো ছবির সংগীত পরিচালনা করেছেন। এছাড়াও একক গান ও অ্যালবামের কাজ নিয়েও ব্যস্ততা রয়েছে তার।
