দীপিকার পুরোনো সম্পর্ক নিয়ে যা বললেন যুবরাজ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গেলো বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন রণবীর সিংকে। দাম্পত্য জীবনে বেশ সুখেই আছেন তারা। অন্যদিকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য যুবরাজ সিংহ ও ব্রিটিশ বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী হেজেল কিচের দাম্পত্যও বেশ সুখকর।
দীপিকা ও যুবরাজ প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মূলত ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের সময়। ওই সময় তাদের সঙ্গে আলাপচারিতা শুরু হয়। এরপর মন দেয়া-নেয়া। পর কিছুদিন ডেটও করেছেন। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তাদের এ সম্পর্ক নিয়ে পরবর্তীতে কখনো দীপিকা মুখ না খুললেও এতদিন পর মুখ খুললেন যুবরাজ।
সম্প্রতি পুরোনো সম্পর্ক নিয়ে যুবরাজ বলেন, মুম্বাইতে পরিচিত বন্ধুর মাধ্যমে দীপিকার সঙ্গে দেখা হয়েছিল। আমরা একে অপরকে পছন্দ করতাম। নিজেদের সম্পর্কে আরো বেশি করে জানতে চাইতাম। তবে খুব বেশি সময় দিতে পারতাম না কেউ। সময়ের সঙ্গে সঙ্গে দীপিকা রিলেশন থেকে বেরিয়ে গিয়েছিল, আর আমিও…। কেউ যদি সম্পর্কে না থাকতে চায়, তখন অন্য আর একজনের কিছু করার থাকে না।
বর্তমানে দীপিকা-যুবরাজ দুজনই বিবাহিত জীবনে সুখেই আছেন। তাই এ দুজনের ঘনিষ্ঠজন ও ভক্তরা মনে করেন পুরোনো সম্পর্কের কথা সামনে না আনাই ভালো। তবে দীর্ঘদিন পর হঠাৎ কেন পুরোনো প্রেমের খবর আবারো সামনে আনলেন যুবরাজ, সে প্রশ্ন ভক্তদের মনে রয়েই গেছে!
