বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এক সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে `গলি বয়`!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মুক্তির এক সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পা রাখলো আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত 'গলি বয়' ছবিটি। জোয়া আখতার পরিচালিত এই সিনেমা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে গোটা বলিউডে। যদিও মুক্তির আগে থেকেই বক্স অফিসে চরম উত্তেজনা ছিল ছবিটিকে ঘিরে। মুক্তির পর সিনেমাপ্রেমীদের সেই উত্তেজনাই বক্স অফিসে এমন সাফল্য এনে দিলো ছবিটিকে।

মুক্তির প্রথম সপ্তাহে ভারতেই ৯৫ কোটির ব্যবসা করেছে 'গলি বয়'। একটুর জন্য ভারতেই প্রথম সপ্তাহে ১০০ কোটির ক্লাবে স্থান পেল না। কিন্তু সব মিলিয়ে ১০০ কোটি ছাড়িয়েছে ছবিটি। কারণ ভারতের দর্শকদের বাহিরে অন্যান্য দেশের ভক্তদের মন জয় করতেও সক্ষম হয়েছে ছবিটি। মঙ্গলবার পর্যন্ত ভারতের বাহিরেই ৪২ কোটি টাকার ব্যবসা করেছে  ছবিটি। 

ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পাবার কারণে 'গলি বয়' ছবিটা কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছিল বলে মনে করছেন কেউ কেউ। কিন্তু সবাই এই ব্যাপারে একমত যে, গল্প এবং গানের দিক থেকে দর্শকদের নতুন ঘরানার ছবি উপহার দিয়েছেন নির্মাতা জোয়া আখতার।

 

এ ছবিটির মাধ্যমে পঞ্চমবারের মতো রণবীর অভিনীত ছবি শত কোটির ক্লাবে ঢুকলো। একই সঙ্গে ১০০ কোটি ব্যবসা করার হ্যাটট্রিকও করলেন রণবীরের ছবি। অন্যদিকে আলিয়ার চতুর্থ সিনেমা হবে যেটি ১০০ কোটি পার করলো।