বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রেম করছেন সারা, রয়েছে ‘বিশেষ সম্পর্ক’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

প্রথমে ‘কেদারনাথ’, তারপরে ‘সিম্বা’। দু’টি ছবিতেই সারা আলি খান বুঝিয়ে দিয়েছেন, তার স্থান বলিউডে পাকা। নিজের সৌন্দর্য ও অভিনয়ে মাত করে রেখেছেন তার ভক্তকূলকে। 

কিন্তু তিনি যে মাত হয়ে আছেন অন্যের জন্য! ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সারার সঙ্গে নাম জড়িয়েছিল ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুতের। শোনা যাচ্ছিল, দু’জনের মধ্যে নাকি বিশেষ সম্পর্কও গড়ে উঠেছে। কিন্তু তারা নিজেদের প্রেম নিয়ে কোনো কথা বলেননি। 

এছাড়া, সুশান্ত নিজের গাড়িতে করে সারাকে জিমে পৌঁছে দেন। কিন্তু গাড়ি থামান সামান্য দূরে, যাতে পাপারাৎজিদের চোখে না পড়ে। যত দিন যাচ্ছে ততই সম্পর্ক গাঢ় হচ্ছে দু’জনের। 

 

তবে কবে তাদের সম্পর্কের কথা সর্বসমক্ষে নিয়ে আসবেন এ জুটি সেটা এখন সময়ের অপেক্ষা।