বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপূর্ব-মৌসুমির নাটক ‘দূর পাহাড়ের চূড়ায়’২৩ ফেব্রুয়ারি এনটিভিতে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

পুলক তরুন একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে পেটে বোমা মারলেও তার মুখ থেকে কথা আদায় করা মুস্কিল। একারণেই সে কোন মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, প্রেমও করতে পারে নি।

 

একদিন নিজের পিএ ঝুনা’কে নিয়ে নেপালের এক গবেষনার কাজে আসে। একই রিসোর্টে ওঠে তিশা। বুদ্ধিমতি ও বদমেজাজি মেয়ে তিশা। তাদের পরিচয়টা বেশ মজার। ঘটে নাটকীয়তা। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘দূর পাহাড়ের চূড়ায়’।

 

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি। এতে অভিনয় করেছেন  জিয়াউল ফারুক অপূর্ব, মৌসুমী হামিদ, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতাসহ অনেকেই।

নাটকটি ২৩ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।