শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

কে আপনার বন্ধু? জেনে নিন নবীজির সতর্কবার্তা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একটি সুন্দর জীবনের প্রয়োজনেই পারস্পরিক বন্ধুত্বের সূচনা হয়। তাছাড়া এটি মানব জীবনের সহজাত প্রবৃত্তিও। ভালো বন্ধু কল্যাণময় সুন্দর জীবনের পথে সহায়ক হয়। আর বন্ধু যদি খারাপ হয়, সে-ই হয় জীবনের বহু অকল্যাণের কারণ।

বন্ধু-বান্ধব তো এতোই প্রভাবশালী হয় যে, কোনো বন্ধু ইচ্ছে করলেই তার অপর বন্ধুকে দিয়ে যে কোনো ভালো কাজ বা কোন অঘটন ঘটাতে পারে। এ ব্যাপারে পুরুষের চাইতে নারী বেশি প্রভাবক। তারা পুরুষের চেয়ে বেশি নিজ বান্ধবী কর্তৃক প্রভাবিত হয়। এ কারণেই বন্ধু-বান্ধব বাছাইয়ের সময় খুবই সতর্কতা অবলম্বন কাম্য। বন্ধু-বান্ধব যেন দ্বীনদার ও সচ্চরিত্রবান হয়। যাতে একে অপরকে ভালো কাজে সহযোগীতা করতে পারে। কেউ গাফেল হলে অন্যজন তাকে ভালো কাজে পুনরায় উদ্যোগী করতে পারে। কেউ পথভ্রষ্ট হলে অন্য জন তাকে সতর্ক করতে পারে।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الرَّجُلُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ؛ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»

“মানুষ তার একান্ত বন্ধুর ধর্মই গ্রহণ করে থাকে। সুতরাং তোমাদের প্রত্যেকেই যেন একটু ভেবে দেখে যে, সে কার সাথে বন্ধুত্ব পাতাতে যাচ্ছে”।-তিরমিযী, হাদীস নং ২৩৭৮