শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ভুটানকে হারিয়েছে সাইফের যুব দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ভারতের গুয়াহাটিতে ড.টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল বুধবার ২-০ গোলে হারিয়েছে ভুটানের কেটি ইউনাইটেডকে।

১৫ লাখ রুপি প্রাইজমানির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১টি দল। এর মধ্যে ৮টি ভারতের এবং অন্য তিনটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাইফের যুব দল খেলছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ আসাম, ভুটান, অরুনাচল ও সিকিম।

 

‘বি’ গ্রুপে খেলছে নেপাল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরা।