শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

মাসাকাদজা এখন তিন ফরম্যাটের দলপতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

২০১৯-২০ মৌসুমে তিন ফরম্যাটেই জিম্বাবুয়ের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হ্যামিল্টন মাসাকাদজা। 

 

মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট কাউন্সিল এ ঘোষণা দেয়।

তার ডেপুটি হিসেবে থাকবেন পিটার মুর। এ ছাড়া টিম ম্যানেজার ও তিনজনের নির্বাচক প্যানেলও ঘোষণা করা হয়েছে।

গত বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ব্যর্থতায় গ্রায়েম ক্রেমারকে বহিস্কার করার পর মাসাকাদজা ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন মৌসুমেও দায়িত্ব পালন করে যাবেন এই ব্যাটসম্যান।

 

 ২০০৮ সালেও তিনি অধিনায়ক ছিলেনি। এ পর্যন্ত  মাসাকাদজা জিম্বাবুয়েকে তিনি তিন টেস্ট, ২০ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন।