শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

র‌্যাংকিংয়ে এগিয়ে গেলো কিউইরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।  এর ফলে ক্রিকেট র‌্যাংকিংয়ে তাদের দলগত উন্নতি হয়েছে।

বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৮৮ রানে বাংলাদেশকে পরাজিত করে। 

ক’দিন আগেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত। ওই সফরে বিরাট কোহলির দলের কাছে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল কিউইরা। সেই হারের ফলে র্যাঙ্কিংয়েও পতন ঘটেছিল তাদের। ১১১ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৩ নম্বর থেকে নেমে গিয়েছিল ৪ নম্বরে। আর দক্ষিণ আফ্রিকা উঠে গিয়েছিল ৩ নম্বরে।

 

 

তার ঠিক এক সিরিজ পরই নিজেদের হারানো তৃতীয় স্থান পূনরায় ফিরে পেয়েছে কিউইরা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় তাদের রেটিং পয়েন্ট এখন ১১২। ফলে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে তিন নম্বরে উঠে গেছে তারা।

১২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে যথারীতি ইংল্যান্ড। আর ১২২ পয়েন্ট নিয়ে তারপরেই অবস্থান ভারতের। ৯০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বর।