বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চকবাজারের অগ্নিকাণ্ডে শোকাহত তারকারাও

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

চকবাজারের চুরিহাট্টা মসজিদের পাশের ওয়াহেদ ম্যানশনের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহের সংখ্যা বেড়েই চলেছে। স্তব্ধ হয়ে পড়েছে চুড়িহাট্টার কোলাহল মুখর পরিবেশ। চারদিকে শুধু লাশ আর লাশ। স্বজনের খোঁজে সবাই ছুটছেন এখানে থেকে ওখানে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূর্হতের মধ্যে ছড়িয়ে পড়ে পাঁচ থেকে ছয়টি ভবনে। এ ঘটনায় অন্তত মৃত্যের সংখ্যা দাড়িয়েছে ৮০জনের বেশি, দগ্ধ হয়েছে আরো অর্ধশতাধিক। চকবাজার ট্র্যাজেডি নিয়ে শোকাহত পুরো দেশের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি শোকাহত শোবিজ অঙ্গনের তারকাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শোকের কথা জানাচ্ছেন তারা। 

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এক রাতের ভেতর ঢাকা শোকের শহর... নিমতলি ট্রাজেডির পর এবার চকবাজার... ভারী হয়ে গেছে পুরনো ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে....  পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।

 

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

জনপ্রিয় নাট্যাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।-সবার কাছে অনুরোধ করছি।

আরেক জনপ্রিয় নায়ক সাইমন সাদিক লিখেছেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার! ভাষার দিনে ভাষা খোঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।।।

রবীন্দ্রসংগীত শিল্পী দেবলীনা সুর তার ফেসবুকে লিখেছেন, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেও কি তারা ভেবেছিল আজকের দিনটিই হবে তাদের শেষ দিন?!?! দীর্ঘ দিনের লালন করে আসা অসচেতনতায় আজ এতোগুলো মানুষ এমনি করে প্রাণ হারালো। এমন ভাবে আর কাউকে হারাতে চাইনা। সবার শুভবোধ জাগ্রত হোক।

 

দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক ওয়ালে চকবাজারের ঘটনার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ব্যথিত। শোকাহত।মর্মাহত ।।।

মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মাহত, কিন্তু এই ঝুঁকি নিয়ে এতদিন বসবাস করছিল সবাই, দুই দিন পর সব ভুলে আবার বসবাস করবে, আর এটাই বাস্তবতা। দুর্ঘটনায় নিহতদের পরিবার আর যাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে তারা যেন শোক আর এই দুর্দিন কাটিয়ে উঠতে পারবে বলে দোয়া করি।

জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ ঘটনা স্থলের একটি ছবি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, আমরা স্তব্ধ, আমরা শোকাহত...

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, জীবন্ত চিতা চকবাজার। মহান একুশ এতো বছর পর আবার মৃত্যুর মিছিলে ভারী হয়ে গেল, হোক তা অন্যভাবে/অন্য কারণে! চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এ সংখ্যা আরো বাড়বে/বাড়ছে!  স্বজনহারাদের আহাজারী টেলিভিশনের পর্দায় দেখে বুকের ভেতর তছনছ করছে! আহা রে জীবন! কি করা উচিত আমাদের !!!!!!

 

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, আহারে চকবাজার... আহারে মৃত্যুর মিছিল..... চকবাজার ..শোকবাজার....

এই সময়ের অভিনেত্রী অধরা খান লিখেছেন, ভয়াবহ মর্মান্তিক এই দুর্ঘটনার পরেও কিছু অর্থলোভী মানুষ নিজেদের শোধরাবেনা !!! না নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে না অন্যদের জীবনের নিশ্চয়তা দেবে কিছুই হবেনা কয়েকদিন পরই সবকিছু ভুলে যাবে সবাই !!! কেউ`ই নিজেদের বাড়িতে গোডাউন ভাড়া দেয়া বন্ধ করবেননা! কেউ`ই রেসিডেন্সিয়াল বাসায় গোডাউন ভাড়া নেয়া বন্ধ করবেনা! কেউ ই বন্ধ করবেনা পিকআপ ভ্যান/প্রাইভেট কার নিয়ে এই সমস্ত সংকীর্ণ রাস্তায় চলাচল করা!! কেউই নেই যারা বলতে পারবে তারা রেগুলার তাদের গাড়ির/বাসার গ্যাস সিলিন্ডার চেক করে!!  হাসপাতাল এ থাকা মানুষগুলো যেন তাদের স্বজনদের কাছে সুস্থ হয়ে ফিরতে পারেন এই চাওয়া উপরওয়ালার কাছে"। মৃতদের আত্মার শান্তি কামনা করছি।  

সংগীতশিল্পী পিন্টু ঘোষ শোক প্রকাশ লেখেন, এতগুলো তাজা প্রাণ পুড়ে নিঃশেষ। শোকের ভাষা হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।

চিত্রনায়ক নিরব লিখেছেন, ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি। 

চিত্রনায়িকা কেয়া শোক প্রকাশ করে লিখেছেন, চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে অনেক নিরীহ প্রাণ। বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকে ডোবা পরিবারের জন্য রইলো সমবেদনা।

অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, এমন লাশের মিছিল তো চাই নি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে হয়ত জীবন আবার চলবে নতুন কোন ছন্দে! আহারে জীবন!