বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাইফের ব্যবহারে বিরক্ত কারিনা, তাহলে কী...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

সাইফ আলি খান-কারিনা কাপুর খান এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত জুটি। ছোটে নবাবকে সঙ্গে বিয়ে করে আপাতত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন কারিনা। সেকথা অবশ্য বেবো প্রায়ই প্রকাশ্যে স্বীকার করে নেন। কারিনা প্রায়ই বলেন, তিনি যেভাবে জীবনযাপন করতে চেয়েছেন, সেভাবেই সাইফ তাকে থাকতে দিয়েছেন। তাই সাইফের প্রতি তার কোনো অভিযোগ নেই বললেই চলে। 

তবে সইফের বেশকিছু অভ্যাসে কারিনা ভীষণই বিরক্ত হন। সেগুলিও কখনোই লুকোননি বেবো। এর আগেই কারিনা বলেছিলেন, সাইফের অত্যাধিক ঘুমানোর অভ্যাস তার এক্কেবারেই পছন্দ নয়। তবে এবার সইফের আরো একটি বদভ্যাস ফাঁস করলেন কারিনা। 

সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে কারিনা বলেন, সাইফ যেখানেই যান, পায়ে ম্যাসাজ করাতে চলে যান, সে বিশ্বের যে কোনো প্রান্তেই সে যাক না কেন। সাইফ বিমানেই যান, কিংবা বিমানবন্দরে কাউকে না কাউকে পা টিপে দিতে বলেন।

 

প্রসঙ্গত, মা হওয়ার পরও আগের মতোই একের পর এক ছবিতে কাজ করছেন কারিনা। এই মুহূর্তে তিনি ‘গুড নিউজ’ ও ‘তখত’, দু’দুটি ছবির কাছে রয়েছেন বেবো বেগম।